পটনা, 23 মার্চ: জেল খেটেছেন 17 বছর । তাই ভোটের টিকিট পাওয়া দিবাস্বপ্নের সামিল । যদিও হার মানেননি বিহারের কুখ্যাত বাহুবলী অশোক মাহাতো ৷ কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছেন ৷ তারপরই লোকসভার নির্বাচনে বিহারের মুঙ্গের আসনে নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ ভোটের টিকিট পাবেন না জেনেই, সম্প্রতি বিয়ে করেছেন লখিসরায় জেলার অনিতা কুমারী নামে এক মহিলাকে ৷ তারপরই লোকসভা নির্বাচনে তিনি টিকিট না পেলেও প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ালেন অনন্তের স্ত্রী অনিতা কুমারী। বিয়ে করে টিকিট পেতেই এই পন্থা অবলম্বন বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷
মন্দিরে বিয়ে করার পরেই অশোক মাহাতো দেখা করেছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সঙ্গে ৷ তখনই নির্বাচনে টিকিট পাওয়া ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ সেই ইচ্ছা পূরণ হতে চলেছে ৷ মৌখিক ভাবে অশোক মাহাতোর স্ত্রী অনিতা কুমারীকে টিকিট দেওয়ার কথা ঘোষণা করলেন আরজেডি সুপ্রিমো ৷ জানা গিয়েছে রাষ্ট্রীয় জনতা দল অশোক মাহাতোর স্ত্রীকে টিকিট দিয়েছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। সাংবাদিকরা প্রশ্নের উত্তরেই এই বাহুবলী নেতা বলেন, "মুঙ্গের আমাদের এলাকা এবং আমি বর্তমান এমপি লালন সিংকে পরাজিত করব।"
লালনের বিরোধীতায় নববধূ: 60 বছর বয়সি এই বাহুবলী নেতা অশোক মাহাতো ৷ 17 বছর কারাভোগ করার পর, গত বছর জেল থেকে মুক্তি পেয়েছিলেন। তাঁর বিরুদ্ধে নওয়াদা জেল ভাঙার ঘটনা এবং শেখপুরার জেডিইউ বিধায়ক রণধীর কুমার সোনির উপর খুনের হামলার অভিযোগ রয়েছে । 2005 সালে সাংসদ রাজো সিং হত্যার জন্যও তাঁকে দায়ী করা হয়েছিল। তিনি সাজাপ্রাপ্ত ব্যক্তি হওয়ার কারণে এবং তাঁর অপরাধ রেকর্ড থাকায় নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থী হতে পারেবেন না ৷ তাই তাঁর স্ত্রীকে মুঙ্গের থেকে প্রার্থী করা হতে পারে ৷ টিকিট দেওয়া হবে বলেও জানিয়েছন লালু প্রসাদ যাদব ৷
মুঙ্গের আসন কি চূড়ান্ত করেছেন লালু : তবে কি মুঙ্গের আসনেই লড়বেন বাহুবলী নেতা অশোক মাহাতোর স্ত্রী অনিতা কুমারী ৷ জানা গিয়েছে, মুঙ্গের আসনের জন্য অনিতা কুমারীকেই টিকিট দেবে আরজেডি ৷ তিনি মুঙ্গেরের সাংসদ লালন সিংয়ের বিরুদ্ধে লড়বেন এই আসেন । সম্প্রতি অশোক মাহাতো গভীর রাতে রাবড়ির বাড়িতে যান ৷ সেখানে লালু প্রসাদ ও তেজস্বী যাদবের সঙ্গে দেখা করেছিলেন।
লালুর সঙ্গে দেখা করে খুশি: রাবড়ি দেবীর বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মবিশ্বাসে ভরপুর দেখাচ্ছিল অশোক মাহাতোর অভিব্যক্তি । তাঁর চালচলনে বোঝা যাচ্ছিল দাবার চাল তাঁর ইচ্ছে মতোই চলছে ৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সেই প্রশ্নের উত্তর সরাসরি না দিলেও, সূত্রের খবর মাহাতোর নতুন স্ত্রীর জন্য মুঙ্গের আসনের টিকিট চূড়ান্ত হয়েছে।
আরও পড়ুন: