ETV Bharat / bharat

দীপাবলিতে কমেছে বিমান ভাড়া ! কোন রুটে কতটা? রইল বিস্তারিত - AIRFARES DROPPED DURING DIWALI

নবরাত্রি- দুর্গাপুজো শেষ এবার অপেক্ষা দীপাবলির। সব মিলিয়ে উৎসবের মরশুম ৷ হিসেব বলছে, গত বছরের তুলনায় এবার বিমানের ভাড়া বেশ খানিকটা কম।

Average Airfares Dropped
কমেছে বিমান ভাড়া (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 7:32 PM IST

নয়াদিল্লি, 13 অক্টোবর: দুর্গোৎসব শেষ ৷ এবার দীপাবলির অপেক্ষায় দিন গোনা শুরু ৷ এই উৎসবের মরশুমে দেশবাসীর জন্য সুখবর ৷ পরিসংখ্যান বলছে, বিমানে যাতায়াতের খরচ অনেকটাই কমেছে ৷

গত বছর এই সময়ে দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি রুটে বিমানের যে ভাড়া ছিল, এবছর তা 20 র থেকে 25 শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি তেলের দাম কিছুটা কমার ফলে বিমানের ভাড়া কমেছে ৷ তাছাড়া গতবারের থেকে এবার বেশি পরিমাণে যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। দাম কমার কারণ সেটাও।

ভ্রমণ পোর্টাল ইক্সিগোর বিশ্লেষণে উঠে এসেছে, দেশের মধ্যে একাধিক রুটে টিকিটের দাম 20-25 শতাংশ কমেছে ৷ সংস্থাটি জানাচ্ছে, 30 দিন আগে থাকতে টিকিট কাটা এবং শুধুমাত্র একদিকের টিকিটের ( যাওয়া অথবা আসা ) ক্ষেত্রে এই হ্রাস পরিলক্ষিত হয়েছে ৷ 2023 সালের 10-16 নভেম্বর সময়ে এমনটা হয়েছিল ৷ এবছরের 28-3 নভেম্বর দীপাবলির সময় ৷

গড়ে সবচেয়ে বেশি দাম কমেছে বেঙ্গালুরু-কলকাতা বিমানে । প্রায় 38 শতাংশ ৷ গত বছর এই রুটে টিকিটের দাম ছিল 10 হাজার 195 টাকা ৷ এবছর তা কমে হয়েছে 6 হাজার 319 টাকা ৷ চেন্নাই-কলকাতা রুটে 36 শতাংশ দাম কমেছে টিকিটের ৷ 8 হাজার 725 টাকা থেকে একেবারে 5 হাজার 604 টাকা ৷ মুম্বই-দিল্লি রুটে বিমানের টিকিটের দাম 8 হাজার 788 টাকা থেকে কমে 5 হাজার 762 টাকা হয়েছে। শতাংশের 34 শতাংশ কম ৷ একইভাবে দিল্লি-উদয়পুর রুটে 34 শতাংশ কমেছে ৷ 11 হাজার 296 টাকা দামের টিকিট এখন 7 হাজার 469 টাকা ৷

দিল্লি-কলকাতা, হায়দরাবাদ-দিল্লি এবং দিল্লি-শ্রীনগর রুটে 32 শতাংশ টিকিটের দাম কমেছে ৷ ইক্সিগো গ্রুপের সিইও অলোক বাজপেয়ি সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "গত বছর টিকিটের দামটা বেশি ছিল। তার প্রাথমিক কারণ গো ফার্স্ট এয়ারলাইন সংস্থার বিমান বাতিল হওয়ায় ৷ এবছর অনেক বেশি বিমান রয়েছে ৷ তার ফলে অক্টোবরের শেষ সপ্তাহে গড়ে টিকিটের দাম কমেছে 20 থেকে 25 শতাংশ ৷"

ইক্সিগো কর্তার মতে গত বছরের তুলনায় এবছর তেলের দাম 15 শতাংশ কমেছে ৷ তার প্রভাবেও বিমানের টিকিটের দাম নিম্নমুখী ৷ এই মুহূর্তে বিশ্বে ভূ-রাজনৈতিক অস্থিরতার জন্য তেলের দাম ফের বাড়তে শুরু করেছে ৷ এর মধ্যে কয়েকটি রুটে 34 শতাংশ বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ আহমেদাবাদ-দিল্লি রুটে টিকিটের ভাড়া 8 হাজার 758 টাকা থেকে কমে 6 হাজার 533 টাকা হয়েছে ৷ এদিকে মুম্বই-দেরাদুন রুটে 33 শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ 11 হাজার 710 টাকার টিকিটের দাম এখন 15 হাজার 527 টাকা ৷

নয়াদিল্লি, 13 অক্টোবর: দুর্গোৎসব শেষ ৷ এবার দীপাবলির অপেক্ষায় দিন গোনা শুরু ৷ এই উৎসবের মরশুমে দেশবাসীর জন্য সুখবর ৷ পরিসংখ্যান বলছে, বিমানে যাতায়াতের খরচ অনেকটাই কমেছে ৷

গত বছর এই সময়ে দেশের অভ্যন্তরে বেশ কয়েকটি রুটে বিমানের যে ভাড়া ছিল, এবছর তা 20 র থেকে 25 শতাংশ পর্যন্ত কমে গিয়েছে ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সম্প্রতি তেলের দাম কিছুটা কমার ফলে বিমানের ভাড়া কমেছে ৷ তাছাড়া গতবারের থেকে এবার বেশি পরিমাণে যাত্রী যাতায়াতের সুযোগ পাবেন। দাম কমার কারণ সেটাও।

ভ্রমণ পোর্টাল ইক্সিগোর বিশ্লেষণে উঠে এসেছে, দেশের মধ্যে একাধিক রুটে টিকিটের দাম 20-25 শতাংশ কমেছে ৷ সংস্থাটি জানাচ্ছে, 30 দিন আগে থাকতে টিকিট কাটা এবং শুধুমাত্র একদিকের টিকিটের ( যাওয়া অথবা আসা ) ক্ষেত্রে এই হ্রাস পরিলক্ষিত হয়েছে ৷ 2023 সালের 10-16 নভেম্বর সময়ে এমনটা হয়েছিল ৷ এবছরের 28-3 নভেম্বর দীপাবলির সময় ৷

গড়ে সবচেয়ে বেশি দাম কমেছে বেঙ্গালুরু-কলকাতা বিমানে । প্রায় 38 শতাংশ ৷ গত বছর এই রুটে টিকিটের দাম ছিল 10 হাজার 195 টাকা ৷ এবছর তা কমে হয়েছে 6 হাজার 319 টাকা ৷ চেন্নাই-কলকাতা রুটে 36 শতাংশ দাম কমেছে টিকিটের ৷ 8 হাজার 725 টাকা থেকে একেবারে 5 হাজার 604 টাকা ৷ মুম্বই-দিল্লি রুটে বিমানের টিকিটের দাম 8 হাজার 788 টাকা থেকে কমে 5 হাজার 762 টাকা হয়েছে। শতাংশের 34 শতাংশ কম ৷ একইভাবে দিল্লি-উদয়পুর রুটে 34 শতাংশ কমেছে ৷ 11 হাজার 296 টাকা দামের টিকিট এখন 7 হাজার 469 টাকা ৷

দিল্লি-কলকাতা, হায়দরাবাদ-দিল্লি এবং দিল্লি-শ্রীনগর রুটে 32 শতাংশ টিকিটের দাম কমেছে ৷ ইক্সিগো গ্রুপের সিইও অলোক বাজপেয়ি সংবাদসংস্থা পিটিআই-কে বলেন, "গত বছর টিকিটের দামটা বেশি ছিল। তার প্রাথমিক কারণ গো ফার্স্ট এয়ারলাইন সংস্থার বিমান বাতিল হওয়ায় ৷ এবছর অনেক বেশি বিমান রয়েছে ৷ তার ফলে অক্টোবরের শেষ সপ্তাহে গড়ে টিকিটের দাম কমেছে 20 থেকে 25 শতাংশ ৷"

ইক্সিগো কর্তার মতে গত বছরের তুলনায় এবছর তেলের দাম 15 শতাংশ কমেছে ৷ তার প্রভাবেও বিমানের টিকিটের দাম নিম্নমুখী ৷ এই মুহূর্তে বিশ্বে ভূ-রাজনৈতিক অস্থিরতার জন্য তেলের দাম ফের বাড়তে শুরু করেছে ৷ এর মধ্যে কয়েকটি রুটে 34 শতাংশ বিমান ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ আহমেদাবাদ-দিল্লি রুটে টিকিটের ভাড়া 8 হাজার 758 টাকা থেকে কমে 6 হাজার 533 টাকা হয়েছে ৷ এদিকে মুম্বই-দেরাদুন রুটে 33 শতাংশ ভাড়া বৃদ্ধি পেয়েছে ৷ 11 হাজার 710 টাকার টিকিটের দাম এখন 15 হাজার 527 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.