ETV Bharat / bharat

অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 35, কাজিরাঙায় 4 হরিণের মৃত্যু - Assam Flood 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 7:57 PM IST

Assam Flood Situation: ভয়াবহ পরিস্থিতি অসমে ৷ বন্যায় সে রাজ্যে এখনও পর্যন্ত 35 জনের মৃত্যু হয়েছে ৷ যে সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে ৷ এই পরিস্থিতিতে 19টি জেলার 1275টি গ্রাম পুরোপুরি জলের তলায় ৷ ব্রহ্মপুত্র নদের অবস্থাও ভয়াবহ ৷

ETV BHARAT
অসমের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত 35 ৷ (নিজস্ব চিত্র)

গুয়াহাটি, 2 জুলাই: বন্যায় ভয়াবহ পরিস্থিতি অসমের 19টি জেলায় ৷ সেখানকার 1 হাজার 275টি গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা একলাফে বেড়ে 35 হয়েছে ৷ যা ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন ৷ তার উপরে ব্রহ্মপুত্র নদ এবং তার উপনদীগুলি ফুলে-ফেঁপে উঠেছে ৷ ব্রহ্মপুত্রের জলোচ্ছ্বাস এতটাই, যে কোনও মুহূর্তে তা লোকালয়ে প্রবেশ করতে পারে ৷ অন্যদিকে, বন্যার জেরে কাজিরাঙা জাতীয় উদ্যান পুরোপুরি ডুবে গিয়েছে ৷ বন্যপ্রাণীর মৃত্যুও হয়েছে ৷

অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, আজ তিনসুকিয়া জেলার এক বাসিন্দার দেহ উদ্ধার হয়েছে ৷ তার জেরে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত 19টি জেলা পুরোপুরি বন্যায় ডুবে গিয়েছে ৷ যার জেরে 64টি অর্থনৈতিক ক্ষেত্র এখনও পর্যন্ত ক্ষতির মুখে পড়েছে ৷ নতুন করে যে তথ্য সরকারের তরফে দেওয়া হয়েছে, তাতে রাজ্যের 6 লক্ষ 44 হাজার 128 জন মানুষ বন্যার কবলে পড়েছেন ৷ সেই সঙ্গে বিপুল পরিমাণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে ৷ যার সঠিক পরিমাণ এই মুহূর্তে জানা যায়নি ৷

অন্যদিকে, অসমের এই বন্যার প্রভাব এবার পড়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কাজিরাঙা জাতীয় উদ্যানে ৷ জানা গিয়েছে, বন্যায় ডুবে গিয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ৷ আর তার জেরে 4টি হগ ডিয়ার বা হরিণ ডুবে মারা গিয়েছে ৷ আরও অনেক বন্যপ্রাণী জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ যার মধ্যে 24টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া জীবজন্তুগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ অসম বনদফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব অসমের 233টি বন্যপ্রাণ কেন্দ্রের মধ্যে 167টি বন্যায় ডুবে গিয়েছে ৷

সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 8টি ক্যাম্প পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে ৷ বাকি ক্যাম্পগুলিতে বনকর্মী এবং নিরাপত্তারক্ষীরা নজরদারি চালাচ্ছেন বন্যপ্রাণীদের উপর ৷ পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

গুয়াহাটি, 2 জুলাই: বন্যায় ভয়াবহ পরিস্থিতি অসমের 19টি জেলায় ৷ সেখানকার 1 হাজার 275টি গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে মৃতের সংখ্যা একলাফে বেড়ে 35 হয়েছে ৷ যা ভবিষ্যতে আরও বাড়ার আশঙ্কা করছে প্রশাসন ৷ তার উপরে ব্রহ্মপুত্র নদ এবং তার উপনদীগুলি ফুলে-ফেঁপে উঠেছে ৷ ব্রহ্মপুত্রের জলোচ্ছ্বাস এতটাই, যে কোনও মুহূর্তে তা লোকালয়ে প্রবেশ করতে পারে ৷ অন্যদিকে, বন্যার জেরে কাজিরাঙা জাতীয় উদ্যান পুরোপুরি ডুবে গিয়েছে ৷ বন্যপ্রাণীর মৃত্যুও হয়েছে ৷

অসমের রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তথ্য অনুযায়ী, আজ তিনসুকিয়া জেলার এক বাসিন্দার দেহ উদ্ধার হয়েছে ৷ তার জেরে মৃতের সংখ্যা বেড়ে 35 হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত 19টি জেলা পুরোপুরি বন্যায় ডুবে গিয়েছে ৷ যার জেরে 64টি অর্থনৈতিক ক্ষেত্র এখনও পর্যন্ত ক্ষতির মুখে পড়েছে ৷ নতুন করে যে তথ্য সরকারের তরফে দেওয়া হয়েছে, তাতে রাজ্যের 6 লক্ষ 44 হাজার 128 জন মানুষ বন্যার কবলে পড়েছেন ৷ সেই সঙ্গে বিপুল পরিমাণ কৃষিজমি জলের তলায় চলে গিয়েছে ৷ যার সঠিক পরিমাণ এই মুহূর্তে জানা যায়নি ৷

অন্যদিকে, অসমের এই বন্যার প্রভাব এবার পড়েছে ওয়ার্ল্ড হেরিটেজ কাজিরাঙা জাতীয় উদ্যানে ৷ জানা গিয়েছে, বন্যায় ডুবে গিয়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক ৷ আর তার জেরে 4টি হগ ডিয়ার বা হরিণ ডুবে মারা গিয়েছে ৷ আরও অনেক বন্যপ্রাণী জলের তোড়ে ভেসে গিয়েছে ৷ যার মধ্যে 24টি বন্যপ্রাণীকে উদ্ধার করা হয়েছে ৷ উদ্ধার হওয়া জীবজন্তুগুলিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে ৷ অসম বনদফতরের তরফে জানানো হয়েছে, পূর্ব অসমের 233টি বন্যপ্রাণ কেন্দ্রের মধ্যে 167টি বন্যায় ডুবে গিয়েছে ৷

সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 8টি ক্যাম্প পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে ৷ বাকি ক্যাম্পগুলিতে বনকর্মী এবং নিরাপত্তারক্ষীরা নজরদারি চালাচ্ছেন বন্যপ্রাণীদের উপর ৷ পরিস্থিতি বুঝে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.