ETV Bharat / bharat

'বিজেপির হয়ে প্রচার করব, শুধু...', জনতার আদালতে প্রতিশ্রুতি কেজরিওয়ালের - Arvind KejriIwal on Delhi Polls

অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করবেন ৷ তার জন্য একটি মাত্র শর্ত দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

ARVIND KEJRIWAL
দিল্লিতে জনতার আদালত অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়াল (ছবি সৌজন্য: আম আদমি পার্টির ফেসবুক পেজ)

নয়াদিল্লি, 6 অক্টোবর: বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সামনে দিল্লির বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রধানমন্ত্রী যদি বিজেপি শাসিত 22টি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দেন, তাহলে বিজেপির হয়ে প্রচার করবেন কেজরিওয়াল ৷ কটাক্ষের সুরে এমনই দাবি আপ সুপ্রিমোর।

রবিবার 'জনতা কি আদালত' অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ভরা সভা থেকে এই 'প্রতিশ্রুতি' দেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, "মোদিজি, ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ দেশের 22টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে ৷ সেই রাজ্যগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে করে দিন ৷ আমি দিল্লি নির্বাচনে আপনার হয়ে প্রচার করব ৷"

সম্প্রতি জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়েছে ৷ এই দু'টি রাজ্যেই বিজেপি পরাজিত হবে বলে দাবি কেজরিওয়ালের ৷ তিনি বলেন, "ডাবল ইঞ্জিন সরকার মানে মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং বেকারত্ব ৷ বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার গঠন করতে পারবে না ৷" তাঁর আরও দাবি, "হরিয়ানায় কেউ বিজেপিকে তাঁদের গ্রামে ঢুকতে দেবে না ৷"

বক্তৃতা দেওয়ার সময় কেজরিওয়াল ছ'টি মিষ্টির একটি বাক্স তুলে ধরেন ৷ তিনি জানান, প্রতিটি মিষ্টি একটি করে বিনামূল্যে পরিষেবার প্রতীক ৷ আপ সরকার ক্ষমতায় এলে এই ছ'টি পরিষেবা পাবে জনতা । বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে জল এবং বাসে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা করবে সরকার । পাশাপাশি প্রবীণদের তীর্থযাত্রার খরচও দেবে। একইসঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষার ভারও বহন করে আপ সরকার ৷

তিনি বলেন, "আপনারা যখন বাড়ি ফিরবেন, এই প্যাকেটটা দিয়ে পুজো করবেন। বাকিদের সঙ্গে প্রসাদ ভাগ করে নেবেন ৷" এর সঙ্গে আমজনতাকে সতর্ক করেন, "আপনারা যদি ভুল করেও বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের এই ছ'টি সুবিধা অদৃশ্য হয়ে যাবে ৷" প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ, বিজেপি সরকার গড়লে এই সব পরিষেবা প্রাইভেট সংস্থার হাতে তুলে দেবে । সমস্ত কিছুর বেসরকারিকরণ হয়ে যাবে ৷

মণিপুরের হিংসার ঘটনাও উঠে আসে কেজরিওয়ালের বক্তৃতায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি সরকার সেখানে 7 বছর ধরে শাসন করছে ৷ অথচ মণিপুরের হিংসা, সংঘর্ষের মতো ঘটনা তারা সামলাতে পারছে না ৷ রাজ্যটা বিজেপি সরকারের আমলে জ্বলছে ৷

নয়াদিল্লি, 6 অক্টোবর: বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ সামনে দিল্লির বিধানসভা নির্বাচন ৷ তার আগে প্রধানমন্ত্রী যদি বিজেপি শাসিত 22টি রাজ্যে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করে দেন, তাহলে বিজেপির হয়ে প্রচার করবেন কেজরিওয়াল ৷ কটাক্ষের সুরে এমনই দাবি আপ সুপ্রিমোর।

রবিবার 'জনতা কি আদালত' অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ভরা সভা থেকে এই 'প্রতিশ্রুতি' দেন তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে কেজরিওয়াল বলেন, "মোদিজি, ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা নির্বাচন ৷ দেশের 22টি রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে ৷ সেই রাজ্যগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে করে দিন ৷ আমি দিল্লি নির্বাচনে আপনার হয়ে প্রচার করব ৷"

সম্প্রতি জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয়েছে ৷ এই দু'টি রাজ্যেই বিজেপি পরাজিত হবে বলে দাবি কেজরিওয়ালের ৷ তিনি বলেন, "ডাবল ইঞ্জিন সরকার মানে মূল্যবৃদ্ধি, দুর্নীতি এবং বেকারত্ব ৷ বুথ ফেরত সমীক্ষা দেখাচ্ছে জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার গঠন করতে পারবে না ৷" তাঁর আরও দাবি, "হরিয়ানায় কেউ বিজেপিকে তাঁদের গ্রামে ঢুকতে দেবে না ৷"

বক্তৃতা দেওয়ার সময় কেজরিওয়াল ছ'টি মিষ্টির একটি বাক্স তুলে ধরেন ৷ তিনি জানান, প্রতিটি মিষ্টি একটি করে বিনামূল্যে পরিষেবার প্রতীক ৷ আপ সরকার ক্ষমতায় এলে এই ছ'টি পরিষেবা পাবে জনতা । বিনামূল্যে বিদ্যুৎ থেকে শুরু করে জল এবং বাসে মহিলাদের যাতায়াতের ব্যবস্থা করবে সরকার । পাশাপাশি প্রবীণদের তীর্থযাত্রার খরচও দেবে। একইসঙ্গে সঙ্গে স্বাস্থ্য এবং শিক্ষার ভারও বহন করে আপ সরকার ৷

তিনি বলেন, "আপনারা যখন বাড়ি ফিরবেন, এই প্যাকেটটা দিয়ে পুজো করবেন। বাকিদের সঙ্গে প্রসাদ ভাগ করে নেবেন ৷" এর সঙ্গে আমজনতাকে সতর্ক করেন, "আপনারা যদি ভুল করেও বিজেপিকে ভোট দেন, তাহলে আপনাদের এই ছ'টি সুবিধা অদৃশ্য হয়ে যাবে ৷" প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ, বিজেপি সরকার গড়লে এই সব পরিষেবা প্রাইভেট সংস্থার হাতে তুলে দেবে । সমস্ত কিছুর বেসরকারিকরণ হয়ে যাবে ৷

মণিপুরের হিংসার ঘটনাও উঠে আসে কেজরিওয়ালের বক্তৃতায় ৷ তাঁর অভিযোগ, বিজেপি সরকার সেখানে 7 বছর ধরে শাসন করছে ৷ অথচ মণিপুরের হিংসা, সংঘর্ষের মতো ঘটনা তারা সামলাতে পারছে না ৷ রাজ্যটা বিজেপি সরকারের আমলে জ্বলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.