ETV Bharat / bharat

কমিশনের সি-ভিজিল অ্যাপে বিধিভঙ্গে প্রায় 80 হাজার অভিযোগ দায়ের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: ভারতের নির্বাচন কমিশন 2024 সালের সাধারণ নির্বাচনের জন্য সি-ভিজিল অ্যাপ এনেছে ৷ যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখনও পর্যন্ত প্রায় 80 হাজার অভিযোগ দায়ের করা হয়েছে ৷ বিধিভঙ্গের সেই সব অভিযোগের অধিকাংশই সমাধান করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 29, 2024, 7:37 PM IST

নয়াদিল্লি/কলকাতা, 29 মার্চ: সুপারহিট ভারতের নির্বাচন কমিশনের সি-ভিজিল মোবাইল অ্যাপ ৷ আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর থেকে দেশের নাগরিকদের তরফে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কমিশনের সি-ভিজিল অ্যাপে ৷ আর তার প্রমাণ সি-ভিজিল অ্যাপে দায়ের হওয়া প্রায় 80 হাজারের কাছাকাছি অভিযোগ ৷ যার মধ্যে 99 শতাংশ অভিযোগের সুরাহা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এবারের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির উপর নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে, ভোটারদের সক্রিয় করেছে নির্বাচন কমিশন ৷ আর তার জন্য সি-ভিজিল নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে কমিশন ৷ যেখানে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত কোনও আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে দেখলে, অভিযোগ জানাতে পারবেন ৷ সেই অ্যাপে ভোট ঘোষণা হওয়ার তেরোদিনের মধ্যে 80 হাজারের বেশি অভিযোগ দায়ের হওয়া, কমিশনের উদ্যোগের সাফল্য বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জও বটে এই অভিযোগগুলি ৷

উল্লেখ্য, মোট অভিযোগের সংখ্যার মধ্যে 58,500 অর্থাৎ, 73 শতাংশ অভিযোগ বেআইনি হোর্ডিং, ব্যানার, পোস্টার ও ফ্ল্যাগ নিয়ে করা হয়েছিল ৷ মোট অভিযোগের 1400 শুধুমাত্র টাকা দেওয়া, উপহার বিলি কিংবা মদ বিতরণের ছিল ৷ 2,454 টি অর্থাৎ, প্রায় 3 শতাংশ অভিযোগ সম্পত্তি সম্পর্কিত বিষয়ে জমা পড়েছে ৷ 535টি হুমকি ও অস্ত্র নিয়ে ভয় দেখানো অভিযোগ ছিল ৷ এই 535টি অভিযোগের মধ্যে 529টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷

ফলে আগামী 1 জুন সপ্তমদফার ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত এমন আরও অভিযোগ সি-ভিজিল অ্যাপে জমা পড়বে বলে মনে করছে ভারতের নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, যে 80 হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে 89 শতাংশ অভিযোগের সমাধান 100 মিনিটের মধ্যে করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শেষ প্রথম দফার নির্বাচনের স্ক্রুটিনি, শুরু দ্বিতীয় পর্বের মনোনয়ন প্রক্রিয়া
  2. লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের
  3. রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে

নয়াদিল্লি/কলকাতা, 29 মার্চ: সুপারহিট ভারতের নির্বাচন কমিশনের সি-ভিজিল মোবাইল অ্যাপ ৷ আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর থেকে দেশের নাগরিকদের তরফে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কমিশনের সি-ভিজিল অ্যাপে ৷ আর তার প্রমাণ সি-ভিজিল অ্যাপে দায়ের হওয়া প্রায় 80 হাজারের কাছাকাছি অভিযোগ ৷ যার মধ্যে 99 শতাংশ অভিযোগের সুরাহা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷

এবারের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির উপর নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে, ভোটারদের সক্রিয় করেছে নির্বাচন কমিশন ৷ আর তার জন্য সি-ভিজিল নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে কমিশন ৷ যেখানে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত কোনও আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে দেখলে, অভিযোগ জানাতে পারবেন ৷ সেই অ্যাপে ভোট ঘোষণা হওয়ার তেরোদিনের মধ্যে 80 হাজারের বেশি অভিযোগ দায়ের হওয়া, কমিশনের উদ্যোগের সাফল্য বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জও বটে এই অভিযোগগুলি ৷

উল্লেখ্য, মোট অভিযোগের সংখ্যার মধ্যে 58,500 অর্থাৎ, 73 শতাংশ অভিযোগ বেআইনি হোর্ডিং, ব্যানার, পোস্টার ও ফ্ল্যাগ নিয়ে করা হয়েছিল ৷ মোট অভিযোগের 1400 শুধুমাত্র টাকা দেওয়া, উপহার বিলি কিংবা মদ বিতরণের ছিল ৷ 2,454 টি অর্থাৎ, প্রায় 3 শতাংশ অভিযোগ সম্পত্তি সম্পর্কিত বিষয়ে জমা পড়েছে ৷ 535টি হুমকি ও অস্ত্র নিয়ে ভয় দেখানো অভিযোগ ছিল ৷ এই 535টি অভিযোগের মধ্যে 529টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷

ফলে আগামী 1 জুন সপ্তমদফার ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত এমন আরও অভিযোগ সি-ভিজিল অ্যাপে জমা পড়বে বলে মনে করছে ভারতের নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, যে 80 হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে 89 শতাংশ অভিযোগের সমাধান 100 মিনিটের মধ্যে করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. শেষ প্রথম দফার নির্বাচনের স্ক্রুটিনি, শুরু দ্বিতীয় পর্বের মনোনয়ন প্রক্রিয়া
  2. লোকসভা নির্বাচনে তাপপ্রবাহের সতর্কতা মৌসম ভবনের, নির্দেশিকা জারি কমিশনের
  3. রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক করা হল প্রাক্তন আইপিএস অনিল কুমার শর্মাকে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.