নয়াদিল্লি/কলকাতা, 29 মার্চ: সুপারহিট ভারতের নির্বাচন কমিশনের সি-ভিজিল মোবাইল অ্যাপ ৷ আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পর থেকে দেশের নাগরিকদের তরফে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা গিয়েছে কমিশনের সি-ভিজিল অ্যাপে ৷ আর তার প্রমাণ সি-ভিজিল অ্যাপে দায়ের হওয়া প্রায় 80 হাজারের কাছাকাছি অভিযোগ ৷ যার মধ্যে 99 শতাংশ অভিযোগের সুরাহা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷
এবারের লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলির উপর নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে, ভোটারদের সক্রিয় করেছে নির্বাচন কমিশন ৷ আর তার জন্য সি-ভিজিল নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে কমিশন ৷ যেখানে নাগরিকরা নির্বাচন সংক্রান্ত কোনও আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে দেখলে, অভিযোগ জানাতে পারবেন ৷ সেই অ্যাপে ভোট ঘোষণা হওয়ার তেরোদিনের মধ্যে 80 হাজারের বেশি অভিযোগ দায়ের হওয়া, কমিশনের উদ্যোগের সাফল্য বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে একটি চ্যালেঞ্জও বটে এই অভিযোগগুলি ৷
উল্লেখ্য, মোট অভিযোগের সংখ্যার মধ্যে 58,500 অর্থাৎ, 73 শতাংশ অভিযোগ বেআইনি হোর্ডিং, ব্যানার, পোস্টার ও ফ্ল্যাগ নিয়ে করা হয়েছিল ৷ মোট অভিযোগের 1400 শুধুমাত্র টাকা দেওয়া, উপহার বিলি কিংবা মদ বিতরণের ছিল ৷ 2,454 টি অর্থাৎ, প্রায় 3 শতাংশ অভিযোগ সম্পত্তি সম্পর্কিত বিষয়ে জমা পড়েছে ৷ 535টি হুমকি ও অস্ত্র নিয়ে ভয় দেখানো অভিযোগ ছিল ৷ এই 535টি অভিযোগের মধ্যে 529টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ৷
ফলে আগামী 1 জুন সপ্তমদফার ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত এমন আরও অভিযোগ সি-ভিজিল অ্যাপে জমা পড়বে বলে মনে করছে ভারতের নির্বাচন কমিশন ৷ উল্লেখ্য, যে 80 হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছিল, তার মধ্যে 89 শতাংশ অভিযোগের সমাধান 100 মিনিটের মধ্যে করা হয়েছে ৷
আরও পড়ুন: