নিউ ইয়র্ক, 18 এপ্রিল: প্রকাশিত হল টাইমস্ নিবেদিত বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির তালিকা ৷ গত বছর এই তালিকায় স্থান পেয়েছিলেন মাত্র দু-জন ভারতীয় ৷ তবে এবছর নিজেদের অসামান্য প্রতিভার জন্য এই তালিকায় স্থান পেলেন একাধিক ভারতীয় ৷ বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, অলিম্পিয়ান কুস্তিগীর সাক্ষী মালিক এবং অভিনেতা-পরিচালক দেব প্যাটেল রয়েছেন সেই তালিকায় ৷
স্থান পেয়েছেন মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জি-এর লোন প্রোগ্রাম অফিসের পরিচালক জিগার শাহ। ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিদ্যা এবং পদার্থবিদ্যার অধ্যাপক প্রীয়মবদা নটরাজন। ভারতীয় বংশোদ্ভুত রেস্তোরাঁর মালিক আসমা খান এবং রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া।
'হার্ট অফ স্টোন' সিনামায় আলিয়া ভাটকে পরিচালনা করেন টম হার্পার ৷ টাইমসের প্রোফাইলে বলি-তারকাকে "দুর্দান্ত প্রতিভা" হিসেবে বর্ণনা করে পরিচালক লেখেন, "বিশ্বের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে একজন আলিয়া ৷ এক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসামান্য কাজের জন্য যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন তিনি ৷ শুধু অভিনেত্রীই নন, তিনি একজন ব্যবসায়ী এবং সমাজসেবী ৷ সমস্ত বিষয়ে সততার সঙ্গে নেতৃত্ব দেন। একজন অভিনেতা হিসাবে তিনি উজ্জ্বল ৷" তালিকা প্রকাশের পর এক্স হ্যান্ডেলে টুইট করেন 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' খ্যাত অভিনেত্রী আলিয়া ৷ তাঁর বিষয়ে লেখার জন্য হার্পারকে ধন্যবাদ জানান তিনি ৷
একসময় মাস্টারকার্ডের সিইও ছিলেন অজয় বাঙ্গা ৷ 2023 সালের জুন মাসে বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তিনি ৷ টাইমসের প্রোফাইলে তাঁর সম্পর্কে মার্কিন ট্রেজারি সচিব জ্যানেট ইয়েলেন লেখেন, "দায়িত্ব পাওয়ার পর বিশ্বব্যাঙ্কের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে বেশ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন ৷ বিষয়টি খুব সহজ ছিল না ৷ একটি বিশ্বব্যাপী সংস্থার নেতৃত্ব দেওয়ার পর বিশ্বব্যাঙ্কে এসেছেন ৷ তারপরই তিনি কয়েক লক্ষ মানুষকে ডিজিটাল অর্থনীতিতে নিয়ে এসেছেন।" গোটা বিশ্ব থেকে দারিদ্রতা দূরিকরণ এবং বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে যথেষ্ট চিন্তিত তিনি ৷ "এই সমস্ত বিষয়ে বিশ্ববাসীর পক্ষে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য উনার মতো ভালো সহযোগী আর কেউ হতে পারে না", বলে জানিয়েছেন ইয়েলেন ৷
সাক্ষী মালিক সম্পর্কে লিখেছেন অস্কার মনোনীত তথ্যচিত্র নির্মাতা নিশা পাহুজা ৷ ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে গতবছর দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ শুরু করেন দেশের প্রায় সমস্ত কুস্তিগীর ৷ বজরাং পুনিয়া, ভিনেশ ফোগাটদের সঙ্গে প্রতিবাদে নেতৃত্ব দেন অলিম্পিকে মেডেল বিজেতা সাক্ষী মালিক ৷ সেই ঘটনাটিকে নিজের লেখায় তুলে ধরেছেন নিশা ৷ লিখেছেন, "মহিলা ক্রীড়াবিদদের যৌন হেনস্থার প্রতিবাদে ফেডারেশনের প্রধানের গ্রেফতারি এবং পদত্যাগের দাবিতে সোচ্চার হন মালিক ৷ ঘটনায় সরকারি হস্তক্ষেপের দাবিতে প্রতিবাদও করেন তিনি ৷ তাঁর এই পদক্ষেপের জন্য সারা দেশ তথা বিশ্বের সমর্থন অর্জন করেন সাক্ষী ৷ তাঁর সেই লড়াই শুধুমাত্র মহিলা কুস্তিগীরদের জন্য নয়, সমগ্র ভারতীয় মহিলাদের জন্য ৷"
মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা সম্পর্কে টাইমস লিখেছে, "বিশ্বের আগামী গঠনে গভীর প্রভাব রয়েছে তাঁর ৷ ওপেন এআই-তে মাইক্রোসফটের বিনিয়োগ এবং মিস্ট্রাল এআই-এর সঙ্গে মাইক্রোসফটের অংশীদারিত্ব একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ৷ ভালো মনের মানুষ সত্য, মানব সমাজের ক্ষমতায়নের জন্য এআই-কে এখটি হাতিয়ার হিসেবে তুলে ধরেছেন ৷ যদিও এর অনিচ্ছাকৃত ফলাফল এবং অপব্যবহার সম্পর্কে যথাযথ উদ্বেগে রয়েছেন তিনি ।
আরও পড়ুন: