গুনা(মধ্যপ্রদেশ), 11 অগস্ট: ফের ভেঙে পড়ল বিমান ৷ এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের গুনা ৷ বিমানে উপস্থিত 2 পাইলটই আহত হয়েছেন । তাঁদেরকে চিকিৎসার জন্য শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । একজন পাইলটের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। রবিবার বিমানের পরীক্ষা করার সময় গুনার শা শিব ফ্লাইং অ্যাকাডেমির আকাশপথের খুব কাছে এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সেখানে আসেন পুলিশ আধিকারিকরা। ইঞ্জিনের ত্রুটির কারণে বিমানটি ভেঙে পড়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে । সঠিক কারণ জানতে তদন্তে চলছে ৷
জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় তখন দুপুর 1টা বেজে 10 মিনিট ৷ ঠিক সে সময় বিমনাটি ভেঙে পড়ে । কর্ণাটকের সংস্থা ওয়েলগাবিয়া এভিয়েশন গুনার শা শিব ফ্লাইং অ্যাকাডেমিতে পরিষেবা দেওয়ার জন্য 3টি বিমান পাঠিয়েছিল । সার্ভিসিংয়ের পর বিমানটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল । বিমানটি দুপুর সাড়ে 12টায় শা শিব অ্যাকাডেমি থেকে টেক অফ করে । দুপুর 1টা 10 মিনিটে ফিরে আসারা কথা ছিল । এই দুই আসনের বিমানটি ক্যাপ্টেন বিজয় চন্দ্র ঠাকুর এবং তাঁর সহযোগী পাইলট ওড়াচ্ছিলেন। ফেরার সময় বিমানটি এয়ারস্ট্রিপে পৌঁছনোর আগেই অ্যাকাডেমির ক্যাম্পাসে ভেঙে পড়ে ।
गुना में एक टू सीटर एयरक्राफ्ट के टेस्ट फ्लाइट के दौरान दुर्घटनाग्रस्त होने का दुखद समाचार प्राप्त हुआ है। हादसे में घायल हुए पायलट एवं को-पायलट का इलाज चल रहा है।
— Jyotiraditya M. Scindia (@JM_Scindia) August 11, 2024
मैं ईश्वर से प्रार्थना करता हूँ कि वे हादसे में घायल हुए लोगों को शीघ्र स्वास्थ्य लाभ प्रदान करें।
আহত পাইলটদের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া । তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি । এর আগে অসামরিক বিমান পরিবহণ দফতরের মন্ত্রী ছিলেন জ্যোতিরাদিত্য । কংগ্রেসে থাকার সময় মধ্যপ্রদেের গুণা আসন থেকেই লোকসভায় নির্বাচিত হতেন।
এই দুর্ঘটনায় দুই পাইলটই গুরুতরভাবে আহত হন । বিমানটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় । দুর্ঘটনার খবর পেয়ে গুনা ক্যান্ট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ দুই পাইলটকে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে । হাসপাতাল থেকে ক্যাপ্টেন বিজয় চন্দ্র ঠাকুরের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। বিমানে উপস্থিত দুই পাইলটই হায়দরাবাদের বাসিন্দা।