ETV Bharat / bharat

'জয় প্য়ালেস্তাইন', শপথ শেষে স্লোগান সাংসদ ওয়াইসির - Asaduddin Owaisi Jai Palestine - ASADUDDIN OWAISI JAI PALESTINE

Asaduddin Owaisi Says 'Jai Palestine': লোকসভায় শপথ বাক্য পাঠ করা শেষ হলে প্যালেস্তাইনের নামে জয়ধ্বনি দিলেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷

MP Asaduddin Owaisi
সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি (ছবি সৌজন্য: সংসদ টিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 10:55 PM IST

নয়াদিল্লি, 25 জুন: শপথ গ্রহণ শেষে 'জয় প্যালেস্তাইন' বললেন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ মঙ্গলবার লোকসভায় শপথ বাক্য পাঠ করেন তেলেঙ্গানার হায়দরাবাদের পাঁচবারের এআইএমআইএম সাংসদ ওয়াইসি ৷

শপথ বাক্য পাঠের একেবারে শেষে তিনি বলেন, "জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন" ৷ শপথ বাক্য পাঠের শেষে তিনি কেন অন্য দেশের নামে জয়গান গাইলেন ? এর উত্তরে ওয়াইসি বলেন, "প্রত্যেকেই অনেক কিছুই বলছেন ৷ আমি শুধু বলেছি, 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন'৷

সেকেন্দ্রাবাদের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি এই প্রসঙ্গে বলেন, "এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়েছেন ৷ এটা অন্যায় ৷ এটা সংসদের নিয়ম-বিরুদ্ধ ৷ তিনি ভারতে বসবাস করছেন ৷ 'ভারত মাতা কি জয়' বলতে পারতেন ৷ মানুষের বোঝা উচিত যে, তিনি ভারতে থেকে অসাংবিধানিক কাজ করছেন ৷"

জি কিষাণ রেড্ডির বিরোধিতা প্রসঙ্গে সাংসদ ওয়াইসি বলেন, "ওঁর কাজই বিরোধিতা করা ৷ আমাকে বোঝান এটা কী করে ভুল হল ? বলুন, সংবিধানে এনিয়ে কী লেখা আছে ? অন্যরা কী বলছে, সেটাও শুনুন ৷ আমার যা বলার ছিল, বলে দিয়েছি ৷ মহাত্মা গান্ধি প্যালেস্তাইন প্রসঙ্গে কী বলেছেন, তা পড়ে দেখুন ৷"

এবারের লোকসভা নির্বাচনে হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে আসাদউদ্দিন ওয়াইসি 3 লক্ষ 38 হাজার 87 ভোটে বিজেপি প্রার্থী মাধবীলতাকে পরাজিত করেছেন ৷ শপথ বাক্য পাঠ করে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "পঞ্চমবার আমি লোকসভার সদস্য হিসেবে শপথ নিলাম ৷ আল্লাহর নামে বলছি, আমি দেশের দুঃস্থ শ্রেণির জন্য ইস্য়ুগুলির কথা তুলব ৷" গত বছরের অক্টোবর মাসের 7 তারিখ প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ইজরায়েলের উপর রকেট ও গ্রেনেড হামলা চালায় ৷ এরপর গাজায় পালটা আক্রমণ করে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷

নয়াদিল্লি, 25 জুন: শপথ গ্রহণ শেষে 'জয় প্যালেস্তাইন' বললেন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি ৷ মঙ্গলবার লোকসভায় শপথ বাক্য পাঠ করেন তেলেঙ্গানার হায়দরাবাদের পাঁচবারের এআইএমআইএম সাংসদ ওয়াইসি ৷

শপথ বাক্য পাঠের একেবারে শেষে তিনি বলেন, "জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন" ৷ শপথ বাক্য পাঠের শেষে তিনি কেন অন্য দেশের নামে জয়গান গাইলেন ? এর উত্তরে ওয়াইসি বলেন, "প্রত্যেকেই অনেক কিছুই বলছেন ৷ আমি শুধু বলেছি, 'জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় প্যালেস্তাইন'৷

সেকেন্দ্রাবাদের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি এই প্রসঙ্গে বলেন, "এআইএমআইএম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি 'জয় প্যালেস্তাইন' স্লোগান দিয়েছেন ৷ এটা অন্যায় ৷ এটা সংসদের নিয়ম-বিরুদ্ধ ৷ তিনি ভারতে বসবাস করছেন ৷ 'ভারত মাতা কি জয়' বলতে পারতেন ৷ মানুষের বোঝা উচিত যে, তিনি ভারতে থেকে অসাংবিধানিক কাজ করছেন ৷"

জি কিষাণ রেড্ডির বিরোধিতা প্রসঙ্গে সাংসদ ওয়াইসি বলেন, "ওঁর কাজই বিরোধিতা করা ৷ আমাকে বোঝান এটা কী করে ভুল হল ? বলুন, সংবিধানে এনিয়ে কী লেখা আছে ? অন্যরা কী বলছে, সেটাও শুনুন ৷ আমার যা বলার ছিল, বলে দিয়েছি ৷ মহাত্মা গান্ধি প্যালেস্তাইন প্রসঙ্গে কী বলেছেন, তা পড়ে দেখুন ৷"

এবারের লোকসভা নির্বাচনে হায়দরাবাদ লোকসভা কেন্দ্র থেকে আসাদউদ্দিন ওয়াইসি 3 লক্ষ 38 হাজার 87 ভোটে বিজেপি প্রার্থী মাধবীলতাকে পরাজিত করেছেন ৷ শপথ বাক্য পাঠ করে তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "পঞ্চমবার আমি লোকসভার সদস্য হিসেবে শপথ নিলাম ৷ আল্লাহর নামে বলছি, আমি দেশের দুঃস্থ শ্রেণির জন্য ইস্য়ুগুলির কথা তুলব ৷" গত বছরের অক্টোবর মাসের 7 তারিখ প্যালেস্তাইনের হামাস গোষ্ঠী ইজরায়েলের উপর রকেট ও গ্রেনেড হামলা চালায় ৷ এরপর গাজায় পালটা আক্রমণ করে ইজরায়েল ৷ সেই যুদ্ধ এখনও চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.