ETV Bharat / bharat

'আমাদের সংস্থা আইন মেনে চলে', ঘুষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন; দাবি আদানি গোষ্ঠীর - ADANI GREEN INDICTMENT

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের হয়েছে নিউইয়র্কের একটি আদালতে ৷ এই অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করল সংস্থা ৷

Chairperson of Adani Group Gautam Adani
শিল্পপতি গৌতম আদানি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2024, 3:34 PM IST

নয়াদিল্লি, 21 নভেম্বর: সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে বিপুল অর্থ ঘুষ দিয়েছে আদানি গোষ্ঠী ৷ এই অভিযোগে নিউইয়র্কে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি-সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে ৷ এরপর বৃহস্পতিবার এই অভিযোগ অস্বীকার করে আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়, তারা সবসময় আইন মেনে চলে ৷

গোষ্ঠীর মুখপাত্র একটি বিবৃতিতে জানান, "ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিট, ইউএস সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিন সংস্থার বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আমরা এই অভিযোগ অস্বীকার করছি ৷ যথাযোগ্য আইনি পথেই জবাব দেওয়া হবে ৷"

Adani Group Statement
আদানি গোষ্ঠীর তরফে প্রেস বিজ্ঞপ্তি (সমাজমাধ্যম)

আমেরিকার কয়েকজন আইনজীবী গৌতম আদানির বিরুদ্ধে অর্থের বদলে সোলার পাওয়ার প্রজেক্টের বরাত পাওয়ার অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি, তাঁরা এই প্রজেক্টের অংশ ৷ সহজেই যাতে সোলার পাওয়ারের বরাত হাসিল করা যায়, তার জন্য ভারতীয় আধিকারিকদের 250 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 2 হাজার 100 কোটি টাকা) ঘুষ দেওয়া হয়েছে ৷

এই অভিযোগ প্রসঙ্গে আদানি গোষ্ঠীর মুখপাত্র বলেন, এসব শুধুই অভিযোগ ৷ সেগুলি প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নিরপরাধ ৷ আদানি গ্রুপ সবসময় প্রশাসনিক নিয়ম, স্বচ্ছতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমরা আমাদের অংশীদার-সহযোগীদের এবং কর্মীদের আশ্বস্ত করছি, আমাদের সংস্থা আইন মেনে চলে ৷

এই অভিযোগ সামনে আসার পর এদিন সকালে আদানি গ্রিন এনার্জি তাদের ডলার নিয়ন্ত্রিত বন্ড বিক্রির প্রস্তাব স্থগিত করে দেয় ৷ সংস্থার তরফে জানানো হয়, নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্টে গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ইউএস সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ কমিশন ৷ এই প্রেক্ষিতে বন্ড বিক্রির প্রস্তাব স্থগিত রাখা হয়েছে।

নয়াদিল্লি, 21 নভেম্বর: সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে বিপুল অর্থ ঘুষ দিয়েছে আদানি গোষ্ঠী ৷ এই অভিযোগে নিউইয়র্কে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি-সহ 8 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হয়েছে ৷ এরপর বৃহস্পতিবার এই অভিযোগ অস্বীকার করে আদানি গোষ্ঠীর তরফে জানানো হয়, তারা সবসময় আইন মেনে চলে ৷

গোষ্ঠীর মুখপাত্র একটি বিবৃতিতে জানান, "ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিট, ইউএস সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ কমিশন আদানি গ্রিন সংস্থার বিরুদ্ধে যে অভিযোগগুলি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ আমরা এই অভিযোগ অস্বীকার করছি ৷ যথাযোগ্য আইনি পথেই জবাব দেওয়া হবে ৷"

Adani Group Statement
আদানি গোষ্ঠীর তরফে প্রেস বিজ্ঞপ্তি (সমাজমাধ্যম)

আমেরিকার কয়েকজন আইনজীবী গৌতম আদানির বিরুদ্ধে অর্থের বদলে সোলার পাওয়ার প্রজেক্টের বরাত পাওয়ার অভিযোগ তুলেছেন ৷ তাঁদের দাবি, তাঁরা এই প্রজেক্টের অংশ ৷ সহজেই যাতে সোলার পাওয়ারের বরাত হাসিল করা যায়, তার জন্য ভারতীয় আধিকারিকদের 250 মিলিয়ন মার্কিন ডলার (প্রায় 2 হাজার 100 কোটি টাকা) ঘুষ দেওয়া হয়েছে ৷

এই অভিযোগ প্রসঙ্গে আদানি গোষ্ঠীর মুখপাত্র বলেন, এসব শুধুই অভিযোগ ৷ সেগুলি প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত নিরপরাধ ৷ আদানি গ্রুপ সবসময় প্রশাসনিক নিয়ম, স্বচ্ছতার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ আমরা আমাদের অংশীদার-সহযোগীদের এবং কর্মীদের আশ্বস্ত করছি, আমাদের সংস্থা আইন মেনে চলে ৷

এই অভিযোগ সামনে আসার পর এদিন সকালে আদানি গ্রিন এনার্জি তাদের ডলার নিয়ন্ত্রিত বন্ড বিক্রির প্রস্তাব স্থগিত করে দেয় ৷ সংস্থার তরফে জানানো হয়, নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্টে গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে আমেরিকার ডিপার্টমেন্ট অফ জাস্টিস, ইউএস সিকিউরিটিস এবং এক্সচেঞ্জ কমিশন ৷ এই প্রেক্ষিতে বন্ড বিক্রির প্রস্তাব স্থগিত রাখা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.