ETV Bharat / bharat

বিহারের সংস্থার তৈরি জুতো ভরসা রুশ সেনার, গত 10 বছর ধরে চলছে রফতানি - Bihar Exports Shoes Russian Army

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 9, 2024, 2:42 PM IST

Russian Army's Shoes Exports from India: ভারতের উপর নির্ভরশীল রাশিয়া ৷ হ্যাঁ, একেবারে সঠিক ৷ বিহারের এক বেসরকারি সংস্থায় তৈরি জুতো রফতানি হয় রাশিয়ায় ৷ তাও আবার রাশিয়ার সেনাবাহিনীর জন্য ৷ বিহারের ওই সংস্থার জুতো পরেই বিভিন্ন কঠিন অভিযানে নামে রুশ সেনা ৷

ETV BHARAT
বিহারের সংস্থার তৈরি জুতো ভরসা রুশ সেনার ৷ (ইটিভি ভারত)

বৈশালী, 9 জুলাই: 40 বছরের বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক চুক্তি চলে আসছে ৷ রাশিয়ান যুদ্ধবিমান থেকে, ট্যাংকার ৷ এমনকি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রাশিয়ার থেকে কেনে ভারত ৷ কিন্তু, রুশ প্রতিরক্ষা বিভাগও ভারতের উপর নির্ভরশীল ৷ তাও আবার বিগত 10 বছর ধরে ৷

বিহারের সংস্থার তৈরি জুতো ভরসা রুশ সেনার ৷ (ইটিভি ভারত)

এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরে রয়েছেন ৷ সেখানে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হবে ৷ কিন্তু, এরই মাঝে ইটিভি ভারতের হাতে এসেছে এক গুরুত্বপূর্ণ খবর ৷ জানা গিয়েছে, রুশ সেনাবাহিনী যে জুতো পরে, তা ভারত থেকে রফতানি করা হয় ৷ হ্যাঁ, বিহারের বৈশালী জেলার হাজিপুরের সিইএফএল সংস্থা এই জুতো তৈরি করে ৷ হিমাংকের নীচে তাপমাত্রা হোক বা যুদ্ধক্ষেত্র, যে কোনও জায়গায় এই জুতো পরে অনায়াসে থাকতে পারে রুশ সেনা ৷

রাশিয়ায় হাড় জমানো ঠান্ডা হোক বা উত্তপ্ত যুদ্ধক্ষেত্র রুশ সেনার পা নিরাপদ রাখতে, তারা বৈশালীর হাজিপুরের সিইএফএল সংস্থার তৈরি বিশেষ জুতোর উপর নির্ভরশীল ৷ সংস্থার জেনারেল ম্যানেজার শিব কুমার রায় জানিয়েছেন, "তাঁরা বেশ কয়েকবছর আগে এই কোম্পানি শুরু করেছিলেন ৷ হাজিপুরের এই কোম্পানি তৈরির মূল লক্ষ্য ছিল, স্থানীয়দের কর্মসংস্থান ৷" তবে, রাশিয়ার সেনার জন্য যে জুতো সংস্থা তৈরি করে, তা নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে নারাজ ওই কর্তা ৷

তবে তিনি জানিয়েছেন, যে জুতোগুলি তৈরি করা হয়, সেগুলি ওজনে খুবই হালকা ও গ্রিপ অসাধারণ ৷ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে জুতোগুলি পা রক্ষা করে ৷ মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসেও সহজে ওই জুতো পড়ে কাজ করা যায় ৷ এই মুহূর্তে শুধু রুশ সেনার জন্য জুতো রফতানি করলেও, আগামী দিনে ইউরোপের অন্যান্য দেশের বাজার ধরার চেষ্টায় আছে এই সংস্থা ৷ এখনও পর্যন্ত রুশ সেনবাহিনীর জন্য 1.5 মিলিয়ন, অর্থাৎ, 15 লক্ষ জোড়া জুতো রফতানি করা হয়েছে ৷ এই কোম্পানিতে কর্মরত তিনশো জন শ্রমিকের মধ্যে 70 শতাংশ মহিলা ৷

বছর দু'য়েক ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে ৷ যেখানে বহু ভারতীয়কে চাকরির টোপ দিয়ে, জোর করে রাশিয়ার সেনাবাহিনীতে ঢোকানো হয়েছে ৷ আর তাদের ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে সকল ভারতীয়কে রুশবাহিনী থেকে মুক্তি দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুরোধে সাড়া দিয়েছেন পুতিন ৷ তিনি ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

বৈশালী, 9 জুলাই: 40 বছরের বেশি সময় ধরে রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক চুক্তি চলে আসছে ৷ রাশিয়ান যুদ্ধবিমান থেকে, ট্যাংকার ৷ এমনকি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রাশিয়ার থেকে কেনে ভারত ৷ কিন্তু, রুশ প্রতিরক্ষা বিভাগও ভারতের উপর নির্ভরশীল ৷ তাও আবার বিগত 10 বছর ধরে ৷

বিহারের সংস্থার তৈরি জুতো ভরসা রুশ সেনার ৷ (ইটিভি ভারত)

এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফরে রয়েছেন ৷ সেখানে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আলোচনা হবে ৷ কিন্তু, এরই মাঝে ইটিভি ভারতের হাতে এসেছে এক গুরুত্বপূর্ণ খবর ৷ জানা গিয়েছে, রুশ সেনাবাহিনী যে জুতো পরে, তা ভারত থেকে রফতানি করা হয় ৷ হ্যাঁ, বিহারের বৈশালী জেলার হাজিপুরের সিইএফএল সংস্থা এই জুতো তৈরি করে ৷ হিমাংকের নীচে তাপমাত্রা হোক বা যুদ্ধক্ষেত্র, যে কোনও জায়গায় এই জুতো পরে অনায়াসে থাকতে পারে রুশ সেনা ৷

রাশিয়ায় হাড় জমানো ঠান্ডা হোক বা উত্তপ্ত যুদ্ধক্ষেত্র রুশ সেনার পা নিরাপদ রাখতে, তারা বৈশালীর হাজিপুরের সিইএফএল সংস্থার তৈরি বিশেষ জুতোর উপর নির্ভরশীল ৷ সংস্থার জেনারেল ম্যানেজার শিব কুমার রায় জানিয়েছেন, "তাঁরা বেশ কয়েকবছর আগে এই কোম্পানি শুরু করেছিলেন ৷ হাজিপুরের এই কোম্পানি তৈরির মূল লক্ষ্য ছিল, স্থানীয়দের কর্মসংস্থান ৷" তবে, রাশিয়ার সেনার জন্য যে জুতো সংস্থা তৈরি করে, তা নিয়ে বিশেষ কোনও তথ্য দিতে নারাজ ওই কর্তা ৷

তবে তিনি জানিয়েছেন, যে জুতোগুলি তৈরি করা হয়, সেগুলি ওজনে খুবই হালকা ও গ্রিপ অসাধারণ ৷ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে জুতোগুলি পা রক্ষা করে ৷ মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াসেও সহজে ওই জুতো পড়ে কাজ করা যায় ৷ এই মুহূর্তে শুধু রুশ সেনার জন্য জুতো রফতানি করলেও, আগামী দিনে ইউরোপের অন্যান্য দেশের বাজার ধরার চেষ্টায় আছে এই সংস্থা ৷ এখনও পর্যন্ত রুশ সেনবাহিনীর জন্য 1.5 মিলিয়ন, অর্থাৎ, 15 লক্ষ জোড়া জুতো রফতানি করা হয়েছে ৷ এই কোম্পানিতে কর্মরত তিনশো জন শ্রমিকের মধ্যে 70 শতাংশ মহিলা ৷

বছর দু'য়েক ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে ৷ যেখানে বহু ভারতীয়কে চাকরির টোপ দিয়ে, জোর করে রাশিয়ার সেনাবাহিনীতে ঢোকানো হয়েছে ৷ আর তাদের ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে সকল ভারতীয়কে রুশবাহিনী থেকে মুক্তি দেওয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই অনুরোধে সাড়া দিয়েছেন পুতিন ৷ তিনি ভারতীয়দের রুশ সেনাবাহিনী থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.