ভোপাল, 1 মে: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের একটি বেসরকারি স্কুলের হস্টেলে 8 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ৷ অভিযোগ উঠেছে স্কুলেরই তিন অশিক্ষক কর্মীর বিরুদ্ধে ৷ ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব ৷
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভিডিয়ো কলে তার মা'কে ঘটনাটি জানায় ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ৷ এরপর মেয়েকে দেখতে স্কুলে পৌঁছন মা ৷ মেয়ের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তাকে জেপি হাসপাতালে নিয়ে যান তিনি ৷ সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা ৷ এরপরই মিসরোদ থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷
বুধবার মিসরোদ থানার আধিকারিক মনীষ রাজ ভাদোরিয়া বলেন, "মেয়েটির পরিবারের তরফে একটি অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের এবং তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে হস্টেলের ওয়ার্ডেন-সহ তিনজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 376 ধারা এবং পকসো আইনে এফআইআর দায়ের করা হয়েছে ৷" তবে এফআইআরে অভিযুক্তদের নাম উল্লেখ করা হলেও তাঁদের এখনও অভিযোগ প্রমাণিত হয়নি ৷ সে জন্য হস্টেলের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷ সেইসঙ্গে নাবালিকার স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত রিপোর্ট হাতে পাওয়ার পরই ঘটনার তদন্ত গতি পাবে বলে জানিয়েছেন ভাদোরিয়া ৷
জানা গিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় হস্টেলের খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী ৷ তারপরেই এই ঘটনা ঘটে ৷ ফলত, খাবারের সঙ্গে কিছু মেশানো ছিল কি না, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ ৷ ঠিক কোন সময় ঘটনাটি ঘটেছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ৷
আরও পড়ুন: