নয়াদিল্লি, 19 মে: প্রবল গরমের মধ্যে দেশে লোকসভা নির্বাচনের চার দফা মিটেছে ৷ সোমবার, 20 মে পঞ্চম দফার ভোট হবে 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে ৷ 8.95 কোটি ভোটার 695 জন প্রার্থীর ভাগ্য় নির্ধারণ করবেন ৷ এর মধ্যে 7টি তফশিলি জাতি এবং 3টি আসন তফশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত ৷ লোকসভার পাশাপাশি ওড়িশার 35টি বিধানসভা আসনে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনও হবে ৷ এই ভোটে অন্যতম প্রার্থী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ৷
- কোন রাজ্যের ক'টি আসনে ভোট
বিহারে 5টি আসন- সীতামারি, মধুবনী, মুজফফরপুর, সরণ, হাজিপুর
ঝাড়খণ্ডে 3টি আসন- ছাতরা, কোদারমা, হাজারিবাগ
মহারাষ্ট্রের 13টি কেন্দ্র- ধুলে, দিন্দোরি, নাসিক, পালঘর, ভিওয়ান্ডি, কল্যাণ, থানে, মুম্বই নর্থ, মুম্বই নর্থ-ওয়েস্ট, মুম্বই নর্থ-ইস্ট, মুম্বই নর্থ-সেন্ট্রাল, মুম্বই সাউথ-সেন্ট্রাল, মুম্বই সাউথ
ওড়িশার 5টি আসন- বারগড়, সুন্দরগড়, বোলানগির, কান্ধামাল, আস্কা
উত্তরপ্রদেশের 14টি আসন- মোহনলালগঞ্জ, লখনউ, রায়বরেলি, আমেঠি, জলাউন, ঝাঁসি, হামিরপুর, বান্দা, ফতেহপুর, কৌশাম্বি, বারাবাঁকি, ফৈজাবাদ, কাইসেরগঞ্জ, গোন্ডা
পশ্চিমবঙ্গের 7টি আসন- বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ
জম্মু ও কাশ্মীরে 1টি আসন- বারামুল্লা
লাদাখের 1টি আসন- লাদাখ
- পঞ্চম দফায় হাইপ্রোফাইল ভোট
20 মে দেশের নজর থাকবে উত্তরপ্রদেশের রায়বরেলির দিকে ৷ বহু জল্পনার পর একেবারে শেষ মূহূর্তে এই কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ এর আগে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধি এই কেন্দ্রে থেকে দাঁড়াতেন ৷ এবার তিনি লোকসভা ভোটে প্রার্থী হননি ৷ বদলে রাজস্থান থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন ৷
অন্যদিকে, উত্তরপ্রদেশ তথা দেশের ভোটে চর্চায় আমেঠি ৷ এই আসনটির সঙ্গেও গান্ধি পরিবারের নাম জড়িয়ে রয়েছে ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে রাহুল গান্ধিকে পরাজিত করেন বিজেপির স্মৃতি ইরানি ৷ এবার আমেঠি থেকে প্রার্থী হননি রাহুল ৷ তবে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতির উপরেই ভরসা রেখেছে ৷
রাজ্যগুলির সঙ্গে এদিন ভোট হবে জম্মু-কাশ্মীরের বারামুল্লা লোকসভা আসনে ৷ একটি কেন্দ্র থেকে 22 জন প্রার্থী ভোটে লড়ছেন ৷ তাঁদের মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ৷ এদিন মহারাষ্ট্রের মুম্বইয়ের একাধিক ভোটকেন্দ্রে দেখা মিলতে পারে অমিতাভ থেকে শাহরুখ, সলমন, করিশ্মা, করিনাদের ৷ সোমবার মুম্বইয়ের 6টি লোকসভা আসনেই ভোট ৷
- হেভিওয়েট প্রার্থীরা-
প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি- উত্তরপ্রদেশের রায়বরেলি থেকে কংগ্রেস প্রার্থী
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং- উত্তরপ্রদেশের লখনউ থেকে বিজেপি প্রার্থী
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল- মহারাষ্ট্রের মুম্বই নর্থ থেকে বিজেপি প্রার্থী
কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি- উত্তর প্রদেশের ফতেহপুর থেকে বিজেপি প্রার্থী
লোক জনশক্তি পার্টির বিদায়ী সাংসদ চিরাগ পাসওয়ান- বিহারের হাজিপুরের এনডিএ প্রার্থী
শিবসেনা (শিন্ডে শিবির) শ্রীকান্ত শিন্ডে- মহারাষ্ট্রের কল্যাণ থেকে দাঁড়িয়েছেন ৷ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ছেলে ৷
রাজীব প্রতাপ রুডি- বিহারের সরন লোকসভা থেকে বিজেপি প্রার্থী
এই আসন থেকেই আরজেডি প্রার্থী হয়েছেন লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আচার্য
আরও পড়ুন: