চণ্ডীগড়, 22 জুলাই: জমি সংক্রান্ত বিবাদের জেরে একই পরিবারের 5 সদস্য খুন ! খুনের অভিযোগের তির পরিবারেরই এক সদস্য, ভূষণ কুমারের বিরুদ্ধে ৷ তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ৷ ধারালো অস্ত্র দিয়ে নিজের পরিবারের পাঁচ সদস্যকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ রবিবার নারায়ণগড় থানার রাতউর গ্রামের ঘটনা ৷ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পুলিস সূত্রে খবর, নিহতদের মধ্যে রয়েছে অভিযুক্তকের মা সরোপী দেবী (65), ভাই হরিশ কুমার (35), ভাইয়ের স্ত্রী সোনিয়া (32) এবং তাঁদের দুই সন্তান ইয়াশিকা (7) ও ছ’মাসের মায়াঙ্ক ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে খুন করা হয়েছে ৷ হত্যার পর তাদের দেহগুলিতে আগুন ধরিয়ে দেয় ৷ ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তে তাঁরাই পুলিশে খবর দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছয় আম্বালার এসপি সুরেন্দ্র কুমার ৷ অর্ধ দ্বগ্ধ দেহগুলি উদ্ধার করে স্থানীয় আম্বালা ক্যান্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
তদন্তের স্বার্থে ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন তদন্তের দায়িত্ব থাকা পুলিশ আধিকারিক ৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, জমি সংক্রান্ত পারিবারিক বিবাদের জেরেই এই নৃশংস এই হত্যাকাণ্ড ! তবে ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷ সেই সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ ৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ভূষণ কুমার ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে ৷