দান্তেওয়াড়া, 27 ফেব্রুয়ারি: ভূমিধসে মৃত্যু হল 4 শ্রমিকের ৷ প্রত্যেকের বাড়ি পশ্চিমবঙ্গে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরের কিছু পরে এই দুর্ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলার একটি লোহার আকরিকের খনিতে ৷ বেলা 3টে নাগাদ কিরনদুল থানা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ৷ এটি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এনএমডিসি-র অধীনে ৷ প্ল্যাট ম্যানেজমেন্ট থেকে পাওয়া খবর অনুযায়ী, আরও দুই কর্মী আহত হয়েছেন ৷ তবে ওই এলাকায় খনির কাজ শুরু হয়নি ৷
দান্তেওয়াড়ার এসপি গৌরব রাই জানিয়েছেন, এনএমডিসি-র 3 নম্বর স্ক্রিনিং প্ল্যান্টের কিছু কাজ চলছিল ৷ 14 জন কর্মী সেই কাজ করছিলেন ৷ হঠাৎ একটি বড় পাথর ধসে পড়ে ৷ ওই 14 জন কর্মীর মধ্যে 4 জন আটকে পড়েন ৷ পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য শুরু করে ৷ প্রথমে দু'জন শ্রমিকের দেহ উদ্ধার করা হয় ৷ পরে সন্ধ্যায় আরও দু'টি দেহ উদ্ধার হয় ৷
মৃতরা বিট্টু বালা (26), তুষার বালা (49), নির্মল বালা (56) ও সন্তোষ কুমার দাশ (29) ৷ প্রত্যেকেই পশ্চিমবঙ্গের বাসিন্দা ৷ দান্তেওয়াড়ার কালেক্টর মায়াঙ্ক চতুর্বেদী জানিয়েছেন, এই দুর্ঘটনার তদন্ত হবে ৷ দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ৷
গত বছর 12 নভেম্বর উত্তরাখণ্ডের উত্তরকাশীতে নির্মীয়মান সিল্কিয়ারা টানেলে ভয়াবহ ধস নামে ৷ তাতেই আটকে পড়েছিলেন 41 জন শ্রমিক ৷ দীর্ঘ প্রচেষ্টার পর 29 নভেম্বর রাতে তাঁদের উদ্ধার করা হয় ৷ 400 ঘণ্টা ধরে অক্লান্ত চেষ্টায় ওই শ্রমিকরা টানেল থেকে বেরিয়ে আসেন ৷
আরও পড়ুন: