পুনে, 24 অগস্ট: ফের হেলিকপ্টার দুর্ঘটনা ৷ পুনের মুলশি তহসিলে ভেঙে পড়ল মুম্বই থেকে হায়দরাবাদগামী হেলিকপ্টার ৷ জানা গিয়েছে, গ্লোবাল ভেকট্রা কোম্পানির ওই হেলিকপ্টারে মোট 4 জন সওয়ার ছিলেন ৷ চারজনেই বেঁচে গিয়েছেন ৷ পুলিশ সূত্রে খবর, তিনজনের আঘাত খুব গুরুতর নয়, একমাত্র ক্যাপ্টেনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
এসপি পঙ্কজ দেশমুখ জানিয়েছেন, হেলিকপ্টার সওয়ারিরা ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন ৷ যদিও কোনও আঘাত লেগেছে কি না, তা জানতে প্রত্যেকেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ ব্যক্তিগত হেলিকপ্টারটি কীভাবে ভেঙে পড়ল, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও বৃষ্টির কারণে হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে । পুনে গ্রামীণ পুলিশ জানিয়েছে, তিন সওয়ারি ডি ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রামের বড় আঘাত লাগেনি, তাঁদের প্রত্যেকের অবস্থা স্থিতিশীল । ক্যাপ্টেন আনন্দ হাসপাতালে চিকিৎসাধীন ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷
Maharashtra | A private helicopter crashed near Paud village in Pune district. The helicopter belongs to a private aviation company. It was going from Mumbai to Hyderabad. Among the 4 people who were in the Helicopter, the captain sustained injuries and is hospitalised. The rest… https://t.co/Z2MkvvXi91 pic.twitter.com/kF5qg7HOV2
— ANI (@ANI) August 24, 2024
দিনকয়েক আগে নেপালে হেলিকপ্টার ভেঙে পড়ে ৷ ঘটনায় কমপক্ষে 5 জনের মৃত্যু হয়েছিল ৷ স্থানীয় সূত্রে খবর, নুওয়াকোটের শিবপুরী গ্রামীণ পুরসভার 7 নং ওয়ার্ডের দুর্ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছিল ৷ মাইরেপাবলিকা সংবাদপত্রের খবর অনুযায়ী, এয়ার ডাইনেস্টি হেলিকপ্টার, 9N-AJD, কাঠমাণ্ডু থেকে রাসুওয়া যাওয়ার পথে ভেঙে পড়ে ৷ হেলিকপ্টারটি কাঠমাণ্ডু থেকে উড়ান শুরু করে ৷ টেকঅফের মাত্র তিন মিনিট পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির সঙ্গে। এক পুলিশ আধিকারিক ওই সংবাদপত্রকে জানিয়েছিলেন, দুর্ঘটনাস্থল থেকে দুই পুরুষ, একজন মহিলা এবং হেলিকপ্টারের পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।