ETV Bharat / bharat

মঙ্গল কাদের জন্য কতটা মঙ্গলের, জানুন ইটিভি ভারতের রাশিফলে - রাশিফল

Today's Horoscope in Bangla: আজ মঙ্গলবারের রাশিফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগও ৷ এছাড়াও ধনদেবী কোন কোন রাশির ওপর সহায় হবেন? আর কারাই বা সমস্যায় জড়াবেন, তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

ইটিভি ভারতের রাশিফল
Today's Horoscope in Bangla
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 30, 2024, 9:32 AM IST

মেষ: আজ আপনি খুবই বিভ্রান্ত এবং বিষণ্ণ বোধ করবেন। এর ফলে আপনি আধ্যাত্বিকতার দিকে ঝুঁকবেন। ধ্যানে আপনি অনেকটা সময় দেবেন ৷ প্রার্থনারও দিকে বেশি ঝোঁক থাকবে। বিরূপ পরিস্থিতি থাকা সত্বেও আপনার অগ্রগতি হবে। কাজের জায়গায় আপনাকে লোকে বাস্তববাদী এবং বিশ্লেষক হিসেবেই চেনে ৷ আজ দিনটি তার থেকে আলাদা নয়। এর সাহায্যে আপনি নিয়মমাফিক কার্যকলাপ ভালোই সামলাতে পারেন ৷ ফলে কাজের দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকবেন না।

বৃষ: সমস্যা থেকে দৌড়ে পালানো বন্ধ করতে হবে ৷ সরাসরি সেগুলির সম্মুখীন হতে হবে। আপনার ভালোবাসার মানুষরা আজ আপনার বস্তুগত উদারতা উপভোগ করবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের মুগ্ধ করার জন্য আপনি উদারচিত্তে অর্থ খরচ করবেন। ভুলে যাবেন না, সময় মূল্যবান। হৃদয়ঘটিত বিষয়গুলিকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এই সময়ে, তাই প্রয়োজন। স্বাস্থ্যের ভালো অবস্থা বজায় রাখার প্রবল আকাঙ্খা আজ দেখা দেবে।

মিথুন: আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর ভাবনা, আজ আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। ব্যবসার ক্ষেত্রে, আপনার অনুসন্ধিৎসা কাজে আসবে। সত্যি কথা বলতে, আপনার হাতে যেন পরশ পাথর আছে ৷ যে কাজেই আপনি হাত দেন, তাই অসাধারণ সাফল্য পায়। রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রেও আজ আপনি ভালো সময় কাটাবেন। সব মিলিয়ে, আপনার যৌক্তিক এবং বাস্তববাদী চরিত্র ৷ দিনটি অতিবাহিত করতে সাহায্য করবে।

কর্কট: আজ আপনি কিসে স্বস্তি পান, তা খুঁজে বার করতে চাইবেন ৷ সেভাবেই দিন কাটাবেন । সম্ভবত আপনি আপনার নিকট বন্ধুদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটাবেন। আপনার সাবলীল ভঙ্গি, ব্যবসায়িক লেনদেনগুলোকে মসৃণ করতে সাহায্য করবে। প্রচুর উদ্যম এবং একাগ্রতা সহকারে, আজ আপনার মাথা সক্রিয়ভাবে কাজ করবে। আজ হয়তো আপনি কম আবেগপ্রবণ এবং বাস্তববাদী হবেন। ভালো বিষয় হলো, আজ আপনার মেজাজ খুব বেশি ওঠানামা করবে না।

সিংহ: কাজের দিকে আপনি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দেবেন। আপনার মনে হবে যে, পরিশ্রম করা ছাড়া আপনার কাছে কোনও বিকল্প নেই। আপনি সামাজিকতা করার মেজাজে থাকবেন না। এটি একটি সাময়িক পর্যায়, ফলে চিন্তার কোনও কারণ নেই। খুব কম সময়ের মধ্যেই আপনি আপনার চিরাচরিত বহির্মুখী স্বভাবে ফিরে যাবেন। আজ আপনি উপদেশ দেওয়ার মেজাজে থাকবেন। কিন্তু সমালোচনা করার উপরে নিয়ন্ত্রণ রাখুন ৷

কন্যা: আজ অন্তর্মুখী হয়ে চিন্তা করার দিন। শান্তি ও সমৃদ্ধি খুঁজে পান। ঝিনুকের মত নিজের মধ্যে বন্ধ হয়ে যান ৷ আজ আপনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাদের প্রয়োজন আছে। প্রেমিকরা একে অন্যের সান্নিধ্য উপভোগ করবেন ৷ তাদের প্রেম জীবন সম্বন্ধে হয়তো কিছু ব্যবহারিক সিদ্ধান্ত নেবেন। এই নৈকট্য উপভোগ করে আপনি আনন্দিত বোধ করবেন। আজকে হয়ত আপনি হিসেবি, যৌক্তিক ও বিশ্লেষক মেজাজে থাকবেন।

তুলা: আজ আর্থিক বিষয় নিয়ে আপনি খুবই সতর্ক থাকবেন। এর সঙ্গে কার্পণ্যের কোনও সম্পর্ক নেই। জিনিসপত্র কেনার সময় আপনি অর্থ খরচ করা নিয়ে খুবই সতর্ক থাকবেন ৷ আপনার বাজেটের বাইরে বেরোবেন না। অন্যদিকে আপনি যখন প্রিয়তমের সঙ্গে বাইরে যাবেন ৷ তখন ধরে খরচ করার কথা মনে থাকবে না ৷ বিলাসবহুল ভাবে অর্থ ব্যয় করবেন। আজ আপনি নানা বিষয় নিয়ে বিশ্লেষণি মেজাজে থাকবেন ৷ আপনার মন ভালো থাকবে ৷

বৃশ্চিক: সমালোচনাকদের আপনার উন্নতির কাজে লাগান ৷ কি বলা হচ্ছে তার দিকে মনোযোগ দিন, কে বলছে তার দিকে নয়। আজ দিনটি আপনার প্রেম জীবনের জন্য ভালো হবে। যদিও আলোচনার ব্যাপ্তি নিয়ে সতর্ক থাকুন। আপনি ও আপনার প্রিয়তম খুবই আন্তরিক থাকবেন ৷ কিন্তু কোনও আলোচনার সীমা পার করে টেনে নিয়ে যাবেন না, তাহলেই ঐক্যমত্য বজায় থাকবে। আপনি দ্রুত আপনার রুটিন কাজগুলোকে শেষ করতে পারবেন।

ধনু: আজ একটি নিষ্পত্তিমূলক দিন। যে পরিস্থিতি গুলি আপনাকে কোণঠাসা করে ফেলেছে, তার কারণে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করুন ৷ আপনার কাজের দীর্ঘমেয়াদী পরিণামগুলির আগে থেকে মূল্যায়ন করুন। মেজাজের দিক থেকে আপনি আজ বাস্তববাদী থাকবেন। এর ফলে, আপনার নানা ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য হবে। আপনার ভালো মেজাজের কারণে, আপনি নানা কাজ সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আজ কাজের ক্ষেত্রে, ভাবনা-চিন্তার থেকে হাতে কলমে কাজ বেশি করবেন।

মকর: আপনি শিল্পী, পারফর্মার, পেশাদার বা উদ্যোক্তা যাই হোন না কেন, পেশাগত সমস্যা আজ সবথেকে বেশি প্রাধান্য পাবে ৷ আর ব্যক্তিগত বিষয়গুলি আপনার মনোযোগ আকর্ষণের জন্য অপেক্ষা করবে। আপনি সব সময়ের সেরা কাজ করবেন এবং আপনার প্রয়াসগুলি যথাযথ পুরস্কার পাবে। আজ আপনি ইতিবাচক মেজাজে থাকবেন। নানা মিটিং এবং সামাজিক আলাপচারিতায় তা আপনাকে সাহায্য করবে। এই উন্নতির ফলে আপনি আনন্দিত বোধ করবেন।

কুম্ভ: আজ আপনি নিজেকে নিয়ে চিন্তা করে দিন কাটাবেন ৷ কিন্তু তাও মানসিক শান্তি পাবেন না। কিছু অনিবার্য পরিস্থিতি সামলাতে আপনাকে পরিশ্রম করতে হবে। যদিও ভালো দিকটি হলো যে, আজ আপনি নানা সামাজিক এবং আনুষ্ঠানিক দায়িত্ব পূরণ করবেন। এটি নিয়ে আপনি আনন্দিত এবং খুশি হবেন। ভাগ্য যখন সহায় থাকে না, তখন সবকিছু সঠিক করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়।

মীন: আপনার উপর যে অতিরিক্ত দায়িত্ব গুলি চাপিয়ে দেওয়া হবে, তা সামলানোর জন্য অনেক চওড়া কাঁধের প্রয়োজন হবে। যদিও কাজগুলি খুবই ক্লান্তিকর, তাও ভালো কাজ করে যে সন্তুষ্টি পাবেন, তা আপনাকে সম্পূর্ণ চাপমুক্ত করে তুলবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, সমালোচনা এড়িয়ে চলাতেই আজ দিনটি অতিবাহিত হবে। আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন, তার সমালোচনা করা এড়িয়ে চললে আপনি কোনও রকম বড় সমস্যার মুখোমুখি হবেন না।

মেষ: আজ আপনি খুবই বিভ্রান্ত এবং বিষণ্ণ বোধ করবেন। এর ফলে আপনি আধ্যাত্বিকতার দিকে ঝুঁকবেন। ধ্যানে আপনি অনেকটা সময় দেবেন ৷ প্রার্থনারও দিকে বেশি ঝোঁক থাকবে। বিরূপ পরিস্থিতি থাকা সত্বেও আপনার অগ্রগতি হবে। কাজের জায়গায় আপনাকে লোকে বাস্তববাদী এবং বিশ্লেষক হিসেবেই চেনে ৷ আজ দিনটি তার থেকে আলাদা নয়। এর সাহায্যে আপনি নিয়মমাফিক কার্যকলাপ ভালোই সামলাতে পারেন ৷ ফলে কাজের দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকবেন না।

বৃষ: সমস্যা থেকে দৌড়ে পালানো বন্ধ করতে হবে ৷ সরাসরি সেগুলির সম্মুখীন হতে হবে। আপনার ভালোবাসার মানুষরা আজ আপনার বস্তুগত উদারতা উপভোগ করবেন। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের মুগ্ধ করার জন্য আপনি উদারচিত্তে অর্থ খরচ করবেন। ভুলে যাবেন না, সময় মূল্যবান। হৃদয়ঘটিত বিষয়গুলিকে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখতে হবে। এই সময়ে, তাই প্রয়োজন। স্বাস্থ্যের ভালো অবস্থা বজায় রাখার প্রবল আকাঙ্খা আজ দেখা দেবে।

মিথুন: আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোর ভাবনা, আজ আপনাকে সারাদিন ব্যস্ত রাখবে। ব্যবসার ক্ষেত্রে, আপনার অনুসন্ধিৎসা কাজে আসবে। সত্যি কথা বলতে, আপনার হাতে যেন পরশ পাথর আছে ৷ যে কাজেই আপনি হাত দেন, তাই অসাধারণ সাফল্য পায়। রোম্যান্টিক সম্পর্কের ক্ষেত্রেও আজ আপনি ভালো সময় কাটাবেন। সব মিলিয়ে, আপনার যৌক্তিক এবং বাস্তববাদী চরিত্র ৷ দিনটি অতিবাহিত করতে সাহায্য করবে।

কর্কট: আজ আপনি কিসে স্বস্তি পান, তা খুঁজে বার করতে চাইবেন ৷ সেভাবেই দিন কাটাবেন । সম্ভবত আপনি আপনার নিকট বন্ধুদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটাবেন। আপনার সাবলীল ভঙ্গি, ব্যবসায়িক লেনদেনগুলোকে মসৃণ করতে সাহায্য করবে। প্রচুর উদ্যম এবং একাগ্রতা সহকারে, আজ আপনার মাথা সক্রিয়ভাবে কাজ করবে। আজ হয়তো আপনি কম আবেগপ্রবণ এবং বাস্তববাদী হবেন। ভালো বিষয় হলো, আজ আপনার মেজাজ খুব বেশি ওঠানামা করবে না।

সিংহ: কাজের দিকে আপনি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দেবেন। আপনার মনে হবে যে, পরিশ্রম করা ছাড়া আপনার কাছে কোনও বিকল্প নেই। আপনি সামাজিকতা করার মেজাজে থাকবেন না। এটি একটি সাময়িক পর্যায়, ফলে চিন্তার কোনও কারণ নেই। খুব কম সময়ের মধ্যেই আপনি আপনার চিরাচরিত বহির্মুখী স্বভাবে ফিরে যাবেন। আজ আপনি উপদেশ দেওয়ার মেজাজে থাকবেন। কিন্তু সমালোচনা করার উপরে নিয়ন্ত্রণ রাখুন ৷

কন্যা: আজ অন্তর্মুখী হয়ে চিন্তা করার দিন। শান্তি ও সমৃদ্ধি খুঁজে পান। ঝিনুকের মত নিজের মধ্যে বন্ধ হয়ে যান ৷ আজ আপনি তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যাদের প্রয়োজন আছে। প্রেমিকরা একে অন্যের সান্নিধ্য উপভোগ করবেন ৷ তাদের প্রেম জীবন সম্বন্ধে হয়তো কিছু ব্যবহারিক সিদ্ধান্ত নেবেন। এই নৈকট্য উপভোগ করে আপনি আনন্দিত বোধ করবেন। আজকে হয়ত আপনি হিসেবি, যৌক্তিক ও বিশ্লেষক মেজাজে থাকবেন।

তুলা: আজ আর্থিক বিষয় নিয়ে আপনি খুবই সতর্ক থাকবেন। এর সঙ্গে কার্পণ্যের কোনও সম্পর্ক নেই। জিনিসপত্র কেনার সময় আপনি অর্থ খরচ করা নিয়ে খুবই সতর্ক থাকবেন ৷ আপনার বাজেটের বাইরে বেরোবেন না। অন্যদিকে আপনি যখন প্রিয়তমের সঙ্গে বাইরে যাবেন ৷ তখন ধরে খরচ করার কথা মনে থাকবে না ৷ বিলাসবহুল ভাবে অর্থ ব্যয় করবেন। আজ আপনি নানা বিষয় নিয়ে বিশ্লেষণি মেজাজে থাকবেন ৷ আপনার মন ভালো থাকবে ৷

বৃশ্চিক: সমালোচনাকদের আপনার উন্নতির কাজে লাগান ৷ কি বলা হচ্ছে তার দিকে মনোযোগ দিন, কে বলছে তার দিকে নয়। আজ দিনটি আপনার প্রেম জীবনের জন্য ভালো হবে। যদিও আলোচনার ব্যাপ্তি নিয়ে সতর্ক থাকুন। আপনি ও আপনার প্রিয়তম খুবই আন্তরিক থাকবেন ৷ কিন্তু কোনও আলোচনার সীমা পার করে টেনে নিয়ে যাবেন না, তাহলেই ঐক্যমত্য বজায় থাকবে। আপনি দ্রুত আপনার রুটিন কাজগুলোকে শেষ করতে পারবেন।

ধনু: আজ একটি নিষ্পত্তিমূলক দিন। যে পরিস্থিতি গুলি আপনাকে কোণঠাসা করে ফেলেছে, তার কারণে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। কিন্তু পরিস্থিতি পর্যালোচনা করুন ৷ আপনার কাজের দীর্ঘমেয়াদী পরিণামগুলির আগে থেকে মূল্যায়ন করুন। মেজাজের দিক থেকে আপনি আজ বাস্তববাদী থাকবেন। এর ফলে, আপনার নানা ধরনের সমস্যার সমাধান করতে সাহায্য হবে। আপনার ভালো মেজাজের কারণে, আপনি নানা কাজ সময়ের মধ্যে শেষ করতে পারবেন। আজ কাজের ক্ষেত্রে, ভাবনা-চিন্তার থেকে হাতে কলমে কাজ বেশি করবেন।

মকর: আপনি শিল্পী, পারফর্মার, পেশাদার বা উদ্যোক্তা যাই হোন না কেন, পেশাগত সমস্যা আজ সবথেকে বেশি প্রাধান্য পাবে ৷ আর ব্যক্তিগত বিষয়গুলি আপনার মনোযোগ আকর্ষণের জন্য অপেক্ষা করবে। আপনি সব সময়ের সেরা কাজ করবেন এবং আপনার প্রয়াসগুলি যথাযথ পুরস্কার পাবে। আজ আপনি ইতিবাচক মেজাজে থাকবেন। নানা মিটিং এবং সামাজিক আলাপচারিতায় তা আপনাকে সাহায্য করবে। এই উন্নতির ফলে আপনি আনন্দিত বোধ করবেন।

কুম্ভ: আজ আপনি নিজেকে নিয়ে চিন্তা করে দিন কাটাবেন ৷ কিন্তু তাও মানসিক শান্তি পাবেন না। কিছু অনিবার্য পরিস্থিতি সামলাতে আপনাকে পরিশ্রম করতে হবে। যদিও ভালো দিকটি হলো যে, আজ আপনি নানা সামাজিক এবং আনুষ্ঠানিক দায়িত্ব পূরণ করবেন। এটি নিয়ে আপনি আনন্দিত এবং খুশি হবেন। ভাগ্য যখন সহায় থাকে না, তখন সবকিছু সঠিক করার জন্য আরও বেশি পরিশ্রম করতে হয়।

মীন: আপনার উপর যে অতিরিক্ত দায়িত্ব গুলি চাপিয়ে দেওয়া হবে, তা সামলানোর জন্য অনেক চওড়া কাঁধের প্রয়োজন হবে। যদিও কাজগুলি খুবই ক্লান্তিকর, তাও ভালো কাজ করে যে সন্তুষ্টি পাবেন, তা আপনাকে সম্পূর্ণ চাপমুক্ত করে তুলবে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে, সমালোচনা এড়িয়ে চলাতেই আজ দিনটি অতিবাহিত হবে। আপনি যাকে সবথেকে বেশি ভালোবাসেন, তার সমালোচনা করা এড়িয়ে চললে আপনি কোনও রকম বড় সমস্যার মুখোমুখি হবেন না।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.