ETV Bharat / bharat

ওড়িশায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ! সরানো হল 10 হাজার বাসিন্দাকে, তিনদিন নিষেধাজ্ঞা মাছ ধরায় - Missile Tests in Odisha

DRDO Conducts Missile Tests in Odisha: ওড়িশার দুই পরীক্ষা কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ডিআরডিও ৷ তার আগে নিরাপদ দূরত্বে সরানো হল প্রায় 10 হাজার স্থানীয় বাসিন্দাকে ৷ তিনদিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার ৷

Missile Tests in Odisha
ওড়িশায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 7:41 PM IST

পারাদ্বীপ, 31 জুলাই: আব্দুল কালাম দ্বীপ এবং চাঁদিপুরের পরীক্ষা কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research & Development Organization) । ফলে তিনদিন বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার ৷ পাশাপাশি সরানো হয়েছে প্রায় 10 হাজার বাসিন্দাকে ৷

বালাসোরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য চাঁদিপুরের লঞ্চ প্যাড নম্বর 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে প্রায় 10,581 জন বাসিন্দাকে স্থানান্তরিত করেছে রাজ্য ও জেলা প্রশাসন ৷ প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছেন । প্রায় সাতদিন আগে থেকে শুরু হয়েছিল বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ৷

মৎস্য অধিদফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারের জারি করা একটি বিবৃতিতে মৎস্যজীবীদের তিনদিন সকাল 9.30টা থেকে বিকাল 4.30টা পর্যন্ত সাগরে না-যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মূলত সন্ধাকুদা বস্তি, নুয়াবাজার বস্তি, আঠারবাঙ্কু বালিপ্লট-সহ উপকূল থেকে 30 কিলোমিটার পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে ।

মৎস্যজীবীদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সমুদ্রে না-যাওয়ার জন্য সতর্ক করার কারণ, ক্ষেপণাস্ত্রের বড় অংশ সমুদ্র এবং তার আশেপাশের এলাকায় পড়তে পারে । জেলা প্রশাসন সূত্রে খবর, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের অংশগুলি সমুদ্র সৈকত, আশেপাশে জঙ্গল এবং কাছাকাছি গ্রামেও পড়তে পারে । সেক্ষেত্রে গ্রামবাসীরা অবশ্য ক্ষেপণাস্ত্রের কোনও অংশ সংগ্রহ করতে দেওয়া হয় না । ফলে প্রশাসন চাঁদিপুর এবং আব্দুল কালাম দ্বীপে (পূর্বকালীন হুইলার দ্বীপ) ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেঞ্জের দক্ষিণে 55 কিলোমিটার পর্যন্ত নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে । সমস্ত ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ উদ্ধারের দায়িত্ব ডিআরডিও’র ।

পারাদ্বীপ, 31 জুলাই: আব্দুল কালাম দ্বীপ এবং চাঁদিপুরের পরীক্ষা কেন্দ্র থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (Defence Research & Development Organization) । ফলে তিনদিন বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার ৷ পাশাপাশি সরানো হয়েছে প্রায় 10 হাজার বাসিন্দাকে ৷

বালাসোরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য চাঁদিপুরের লঞ্চ প্যাড নম্বর 3 থেকে 3.5 কিলোমিটারের মধ্যে প্রায় 10,581 জন বাসিন্দাকে স্থানান্তরিত করেছে রাজ্য ও জেলা প্রশাসন ৷ প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন স্কুলে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছেন । প্রায় সাতদিন আগে থেকে শুরু হয়েছিল বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ৷

মৎস্য অধিদফতরের আধিকারিকরা জানিয়েছেন, সরকারের জারি করা একটি বিবৃতিতে মৎস্যজীবীদের তিনদিন সকাল 9.30টা থেকে বিকাল 4.30টা পর্যন্ত সাগরে না-যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । মূলত সন্ধাকুদা বস্তি, নুয়াবাজার বস্তি, আঠারবাঙ্কু বালিপ্লট-সহ উপকূল থেকে 30 কিলোমিটার পর্যন্ত সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে ।

মৎস্যজীবীদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সমুদ্রে না-যাওয়ার জন্য সতর্ক করার কারণ, ক্ষেপণাস্ত্রের বড় অংশ সমুদ্র এবং তার আশেপাশের এলাকায় পড়তে পারে । জেলা প্রশাসন সূত্রে খবর, পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রের অংশগুলি সমুদ্র সৈকত, আশেপাশে জঙ্গল এবং কাছাকাছি গ্রামেও পড়তে পারে । সেক্ষেত্রে গ্রামবাসীরা অবশ্য ক্ষেপণাস্ত্রের কোনও অংশ সংগ্রহ করতে দেওয়া হয় না । ফলে প্রশাসন চাঁদিপুর এবং আব্দুল কালাম দ্বীপে (পূর্বকালীন হুইলার দ্বীপ) ক্ষেপণাস্ত্র পরীক্ষার রেঞ্জের দক্ষিণে 55 কিলোমিটার পর্যন্ত নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে । সমস্ত ক্ষেপণাস্ত্রের অবশিষ্টাংশ উদ্ধারের দায়িত্ব ডিআরডিও’র ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.