ETV Bharat / bharat

উপহারের রাংতা মোড়া রোমান্টিক বার্তা পাবেন মেষরাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী আছে ? - Horoscope in Bangla - HOROSCOPE IN BANGLA

Daily Horoscope: আর্থিক দিক থেকে লাভবান হবেন কেউ ৷ পরিবারের সঙ্গে ভালো দিন কাটবে কারও ৷ সেই সঙ্গে রয়েছে বিবাহের যোগ রয়েছে ৷ আর কী কী রয়েছে আপনার ভাগ্যে তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 6:00 AM IST

মেষ : আজকে একটি রোমান্টিক সংযোগ আপনার দোরগোড়ায় এসে পড়বে, উপহারের রাংতায় মোড়া । আশা করি আপনি প্রস্তুত । সেরা পোশাকটি পরুন, সেজেগুজে নিন ও মিষ্টি কথা ঝালিয়ে নিন । কে জানে, সন্ধ্যাটি আজ কোন দিকে মোড় নেবে ? কাজের দিক থেকে সম্ভবত ব্যস্ত দিন কাটবে, কেননা কিছু বিভ্রান্তির সম্ভাবনা আছে । আপনি সিদ্ধান্তে পৌঁছবেন ঠিকই, কিন্তু চাপ হবে ও তাতে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে ।

বৃষ : আজ দৃঢ়চেতা বা জেদী হওয়ার দিন । আপনাকে বিবাদ, তর্ক, মতানৈক্য এড়িয়ে চলতে বলা হচ্ছে । যদি বিতর্ক এড়াতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনাকেই পিছিয়ে আসতে হবে । ভাবমূর্তি ও আত্মমর্যাদার হানি হওয়া অবশ্যম্ভাবী । সাংসারিক কার্যকলাপের সম্ভাবনা আছে আজ । প্রবল ব্যস্ত, আপনার টেবিল আজকে কাজ ও অন্যান্য দায়িত্বে ভরে যাবে । আপনি সহজতম রাস্তাটিই বেছে নেবেন ।

মিথুন : আপনি আজ খুবই সহানুভূতিশীল ও আপনার প্রিয়তমকে সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করবেন । তার পরিবর্তে অনেক ভালবাসা ও স্নেহ পাবেন । আজ আপনি আরও বেশি করে আপনার ভাগ্যের উপর নির্ভর করতে পারেন । অতীতে আপনি অন্যদের প্রতি কোনও ভালো কিছু করে থাকলে এখন তার প্রতিদান পাবেন । এমন কি আপনি আজ কারওর দ্বারা অনুপ্রাণিতও হতে পারেন । জটিল পরিস্থিতিতে আপনি যাতে চটজলদি সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, তাতে এটি সাহায্য করবে ।

কর্কট : আপনার পেশা একটি নির্ণায়ক মুহূর্তে পৌঁছবে আজ । বদলি, পদোন্নতি বা বেতনবৃদ্ধির আশা করতে পারেন । এর পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে । যে বিষয়গুলি সত্যিই গুরুত্বপূর্ণ, আপনাকে সেই দিকে মন দেওয়া শুরু করতে হবে । আজকে আপনি অর্থ উপার্জনের জন্য খুব বেশি প্রয়াস করবেন না । আপনার মনে হবে এই প্রচেষ্টাগুলি সবই নিষ্ফল । এছাড়াও আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ইচ্ছা হবে আজ ।

সিংহ : মিষ্টি কথোপকথন, আপনার এবং ভালোবাসার মানুষটির মধ্যে সম্পর্ককে মজবুত করতে পারে । আপনি প্রশংসাও পেতে পারেন । আপনি যদি এখনও অবিবাহিত থাকেন, তাহলে এইসময়ে আপনি সুযোগের সদ ব্যবহার করে আপনার সম্পর্ককে আরও জোরাল করতে পারেন । আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটবে । আপনি অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তার কথা চিন্তাভাবনা করতে পারেন কিন্তু কোনও সুরাহা করতে পারবেন না । যদিও আপনার যুক্তি দিয়ে বিচার করার এবং বিশ্লেষণ করার ক্ষমতা আজ আপনাকে সাহায্য করতে পারে ।

কন্যা : আপনাদের সম্পর্কে মতপার্থক্য দেখা দিতে পারে । এই সময়ে আপনার হৃদয়ঘটিত বিষয়গুলিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে । আপনার এবং ভালোবাসার মানুষটির মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় তার জন্য আপনাকে তর্ক করার প্রবণতা বর্জন করতে হবে । আপনাকে বিভিন্ন পরিস্থিতির সামাল দিতে হতে পারে অথবা আপনার প্রিয়জনের কাছে তার উপায় শিখতে হতে পারে । টাকা পয়সার দিক থেকে আজকের দিনটি আপনার ভালো কাটবে । আপনি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পারেন । অতীতের বিনিয়োগের জন্য আপনি কোনওরকম অনুশোচনায় ভুগবেন না ।

তুলা : আপনি বাস্তব এবং ভাবনার জগতের মাঝে একটি সামঞ্জস্য তৈরি করতে পারবেন । আপনার ভালোবাসার মানুষটি এই বিষয়টিতে খুবই সন্তুষ্ট হবেন । আজকে আপনাকে আপনার জাতক রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে । আপনি যে কোনও পেশাগত বিষয় উৎসাহের সঙ্গে সামলাবেন । আপনার পেশাগত সম্পর্কও আগের থেকে ভালো হবে । জনসম্পর্ক বা নেটওয়ার্কিং ক্ষেত্রতে কাজ করা ব্যক্তিদের কাজ ভালোভাবে হবে । পরে আপনি আপনার কাজের পুরস্কার পেতে পারেন ।

বৃশ্চিক : আজকে সম্ভবত আপনার প্রচুর খরচ হবে ! সাধারণত আপনি টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে খুবই হিসেবী, কিন্তু আজ আপনি প্রয়োজনীয় জিনিস কেনার পিছনে টাকা খরচ করতে পারেন । কাজের ক্ষেত্রে আপনাকে খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে হবে, নাহলে কোনও গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে । যারা কোডিং ও ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তারা এমন গোলমেলে বা অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হতে পারেন, যা তাদের হতবাক করে দেবে ।

ধনু : আপনার প্রিয়তমের ভালো মেজাজ আজকের দিনটিকে আরও মনোরম করে তুলবে । আজকে আপনার কিছু আর্থিক লাভের সম্ভাবনা প্রবল । অপ্রত্যাশিত সূত্র থেকে আপনার লাভ হতে পারে । এর ফলে আপনার উৎসাহ বেড়ে যাবে । যোগাযোগগুলি আপনার খুবই কাজে লাগবে । কর্মক্ষেত্রে আজ অনায়াস, ঝুটঝামেলাহীন দিন । আপনার দায়িত্ববোধ জেগে উঠবে ও আপনি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যার ব্যাপারে লোকজনকে সাহায্য করতে পারবেন ।

মকর : আজকে আপনি অতীতের দিকে ফিরে তাকাবেন না । যা আপনি পেয়েছেন বা হারিয়েছেন, সবই ইতিহাস । আপনি শুধু ভবিষ্যতের দিকেই মনোনিবেশ করবেন । আপনার আর্থিক অবস্থার উন্নতি করার অনেক সুযোগ পাবেন । কর্মক্ষেত্রে আজ আপনি সম্ভবত বেশ ব্যস্ত থাকবেন । আজকে আপনি কোনও সুযোগ হাতছাড়া করবেন না । লোকজনের সঙ্গে কথোপকথনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । জরুরি বৈঠক বা সাংবাদিক সম্মেলনে যাওয়ার জন্যও আজ শুভ দিন ।

কুম্ভ : আপনি যাই করবেন, তা যাতে ভবিষ্যতে অনেক লম্বা সময় ধরে প্রশংসিত হয়, তার দিকে আপনি লক্ষ্য রাখবেন । আজকে ভাগ্য যেহেতু আপনার সহায়, আপনি ছোট বা বড় আর্থিক ঝুঁকি নিতে পিছপা হবেন না । আজ আপনি ভাগ্যের উপরে একটু বেশিই নির্ভর করবেন । কোনও কাজের পিছনে বেশি পরিশ্রম করার বদলে আপনি তা শান্তিপূর্ণ ও ধীরস্থিরভাবে সামলাবেন । আরও ভালো ফল পাওয়ার আশায় আপনি আপনার কাজ করার ধরন পালটানোর কথা ভাববেন ।

মীন : আজকের দিনে, আপনাকে প্রচুর সামাজিকতা করতে হবে । বেশ কিছুদিন যে সকল কাছের প্রিয় ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা হয়নি, তাদের সঙ্গে হয়ত আজ যোগাযোগ হবে । নতুন যোগাযোগ এবং বন্ধুত্বও হতে পারে । আজকে একটি মনোরম এবং আনন্দমুখর , কাজেই তার সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । যেহেতু আপনি পেশার উন্নতিকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন, আপনার প্রেমজীবন একটু কম প্রাধান্য পেতে পারে । আজকে যেহেতু আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আপনাকে ধ্যান করে নিজেকে সুসংহত করতে হবে ।

মেষ : আজকে একটি রোমান্টিক সংযোগ আপনার দোরগোড়ায় এসে পড়বে, উপহারের রাংতায় মোড়া । আশা করি আপনি প্রস্তুত । সেরা পোশাকটি পরুন, সেজেগুজে নিন ও মিষ্টি কথা ঝালিয়ে নিন । কে জানে, সন্ধ্যাটি আজ কোন দিকে মোড় নেবে ? কাজের দিক থেকে সম্ভবত ব্যস্ত দিন কাটবে, কেননা কিছু বিভ্রান্তির সম্ভাবনা আছে । আপনি সিদ্ধান্তে পৌঁছবেন ঠিকই, কিন্তু চাপ হবে ও তাতে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়বে ।

বৃষ : আজ দৃঢ়চেতা বা জেদী হওয়ার দিন । আপনাকে বিবাদ, তর্ক, মতানৈক্য এড়িয়ে চলতে বলা হচ্ছে । যদি বিতর্ক এড়াতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনাকেই পিছিয়ে আসতে হবে । ভাবমূর্তি ও আত্মমর্যাদার হানি হওয়া অবশ্যম্ভাবী । সাংসারিক কার্যকলাপের সম্ভাবনা আছে আজ । প্রবল ব্যস্ত, আপনার টেবিল আজকে কাজ ও অন্যান্য দায়িত্বে ভরে যাবে । আপনি সহজতম রাস্তাটিই বেছে নেবেন ।

মিথুন : আপনি আজ খুবই সহানুভূতিশীল ও আপনার প্রিয়তমকে সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করবেন । তার পরিবর্তে অনেক ভালবাসা ও স্নেহ পাবেন । আজ আপনি আরও বেশি করে আপনার ভাগ্যের উপর নির্ভর করতে পারেন । অতীতে আপনি অন্যদের প্রতি কোনও ভালো কিছু করে থাকলে এখন তার প্রতিদান পাবেন । এমন কি আপনি আজ কারওর দ্বারা অনুপ্রাণিতও হতে পারেন । জটিল পরিস্থিতিতে আপনি যাতে চটজলদি সিদ্ধান্ত না নিয়ে ফেলেন, তাতে এটি সাহায্য করবে ।

কর্কট : আপনার পেশা একটি নির্ণায়ক মুহূর্তে পৌঁছবে আজ । বদলি, পদোন্নতি বা বেতনবৃদ্ধির আশা করতে পারেন । এর পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে । যে বিষয়গুলি সত্যিই গুরুত্বপূর্ণ, আপনাকে সেই দিকে মন দেওয়া শুরু করতে হবে । আজকে আপনি অর্থ উপার্জনের জন্য খুব বেশি প্রয়াস করবেন না । আপনার মনে হবে এই প্রচেষ্টাগুলি সবই নিষ্ফল । এছাড়াও আপনার প্রিয়তমের সঙ্গে ভালো সময় কাটানোর ইচ্ছা হবে আজ ।

সিংহ : মিষ্টি কথোপকথন, আপনার এবং ভালোবাসার মানুষটির মধ্যে সম্পর্ককে মজবুত করতে পারে । আপনি প্রশংসাও পেতে পারেন । আপনি যদি এখনও অবিবাহিত থাকেন, তাহলে এইসময়ে আপনি সুযোগের সদ ব্যবহার করে আপনার সম্পর্ককে আরও জোরাল করতে পারেন । আর্থিক দিক থেকে আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে কাটবে । আপনি অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তার কথা চিন্তাভাবনা করতে পারেন কিন্তু কোনও সুরাহা করতে পারবেন না । যদিও আপনার যুক্তি দিয়ে বিচার করার এবং বিশ্লেষণ করার ক্ষমতা আজ আপনাকে সাহায্য করতে পারে ।

কন্যা : আপনাদের সম্পর্কে মতপার্থক্য দেখা দিতে পারে । এই সময়ে আপনার হৃদয়ঘটিত বিষয়গুলিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে । আপনার এবং ভালোবাসার মানুষটির মধ্যে যাতে দূরত্ব তৈরি না হয় তার জন্য আপনাকে তর্ক করার প্রবণতা বর্জন করতে হবে । আপনাকে বিভিন্ন পরিস্থিতির সামাল দিতে হতে পারে অথবা আপনার প্রিয়জনের কাছে তার উপায় শিখতে হতে পারে । টাকা পয়সার দিক থেকে আজকের দিনটি আপনার ভালো কাটবে । আপনি আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি দেখতে পারেন । অতীতের বিনিয়োগের জন্য আপনি কোনওরকম অনুশোচনায় ভুগবেন না ।

তুলা : আপনি বাস্তব এবং ভাবনার জগতের মাঝে একটি সামঞ্জস্য তৈরি করতে পারবেন । আপনার ভালোবাসার মানুষটি এই বিষয়টিতে খুবই সন্তুষ্ট হবেন । আজকে আপনাকে আপনার জাতক রাশির সঙ্গে সামঞ্জস্য রেখে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে । আপনি যে কোনও পেশাগত বিষয় উৎসাহের সঙ্গে সামলাবেন । আপনার পেশাগত সম্পর্কও আগের থেকে ভালো হবে । জনসম্পর্ক বা নেটওয়ার্কিং ক্ষেত্রতে কাজ করা ব্যক্তিদের কাজ ভালোভাবে হবে । পরে আপনি আপনার কাজের পুরস্কার পেতে পারেন ।

বৃশ্চিক : আজকে সম্ভবত আপনার প্রচুর খরচ হবে ! সাধারণত আপনি টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে খুবই হিসেবী, কিন্তু আজ আপনি প্রয়োজনীয় জিনিস কেনার পিছনে টাকা খরচ করতে পারেন । কাজের ক্ষেত্রে আপনাকে খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দিতে হবে, নাহলে কোনও গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে যেতে পারে । যারা কোডিং ও ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেন তারা এমন গোলমেলে বা অস্বাভাবিক বিষয়ের সম্মুখীন হতে পারেন, যা তাদের হতবাক করে দেবে ।

ধনু : আপনার প্রিয়তমের ভালো মেজাজ আজকের দিনটিকে আরও মনোরম করে তুলবে । আজকে আপনার কিছু আর্থিক লাভের সম্ভাবনা প্রবল । অপ্রত্যাশিত সূত্র থেকে আপনার লাভ হতে পারে । এর ফলে আপনার উৎসাহ বেড়ে যাবে । যোগাযোগগুলি আপনার খুবই কাজে লাগবে । কর্মক্ষেত্রে আজ অনায়াস, ঝুটঝামেলাহীন দিন । আপনার দায়িত্ববোধ জেগে উঠবে ও আপনি গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সমস্যার ব্যাপারে লোকজনকে সাহায্য করতে পারবেন ।

মকর : আজকে আপনি অতীতের দিকে ফিরে তাকাবেন না । যা আপনি পেয়েছেন বা হারিয়েছেন, সবই ইতিহাস । আপনি শুধু ভবিষ্যতের দিকেই মনোনিবেশ করবেন । আপনার আর্থিক অবস্থার উন্নতি করার অনেক সুযোগ পাবেন । কর্মক্ষেত্রে আজ আপনি সম্ভবত বেশ ব্যস্ত থাকবেন । আজকে আপনি কোনও সুযোগ হাতছাড়া করবেন না । লোকজনের সঙ্গে কথোপকথনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে । জরুরি বৈঠক বা সাংবাদিক সম্মেলনে যাওয়ার জন্যও আজ শুভ দিন ।

কুম্ভ : আপনি যাই করবেন, তা যাতে ভবিষ্যতে অনেক লম্বা সময় ধরে প্রশংসিত হয়, তার দিকে আপনি লক্ষ্য রাখবেন । আজকে ভাগ্য যেহেতু আপনার সহায়, আপনি ছোট বা বড় আর্থিক ঝুঁকি নিতে পিছপা হবেন না । আজ আপনি ভাগ্যের উপরে একটু বেশিই নির্ভর করবেন । কোনও কাজের পিছনে বেশি পরিশ্রম করার বদলে আপনি তা শান্তিপূর্ণ ও ধীরস্থিরভাবে সামলাবেন । আরও ভালো ফল পাওয়ার আশায় আপনি আপনার কাজ করার ধরন পালটানোর কথা ভাববেন ।

মীন : আজকের দিনে, আপনাকে প্রচুর সামাজিকতা করতে হবে । বেশ কিছুদিন যে সকল কাছের প্রিয় ব্যক্তিদের সঙ্গে আপনার দেখা হয়নি, তাদের সঙ্গে হয়ত আজ যোগাযোগ হবে । নতুন যোগাযোগ এবং বন্ধুত্বও হতে পারে । আজকে একটি মনোরম এবং আনন্দমুখর , কাজেই তার সম্পূর্ণ সদ্ব্যবহার করুন । যেহেতু আপনি পেশার উন্নতিকে সবথেকে বেশি গুরুত্ব দেবেন, আপনার প্রেমজীবন একটু কম প্রাধান্য পেতে পারে । আজকে যেহেতু আপনার অন্তরাত্মার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন, আপনাকে ধ্যান করে নিজেকে সুসংহত করতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.