ETV Bharat / bharat

নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট ! গ্রেফতার 4 কিশোর - Minor Gangraped in Tamil Nadu

Minor Gangraped in Tamil Nadu: চার কিশোরের বিরুদ্ধে নাবালিকাকে গণধর্ষণ করে ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করার অভিযোগ ৷ গ্রেফতার চারজনকেই হোমে পাঠিয়েছে আদালত ৷ তামিলনাড়ুর ঘটনায় চাঞ্চল্য ৷

gangrape
গণধর্ষণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 27, 2024, 5:39 PM IST

সালেম(তামিলনাড়ু), 27 ফেব্রুয়ারি: 16 বছর বয়সি নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্টের অভিযোগ ৷ তামিলনাডুর সালেমের ঘটনা ৷ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত চার নাবালক ৷ চার কিশোরকেই আদালতে তোলা হয় ৷ আদালতে তাদের সরকারি হোমে পাঠিয়েছে । এছাড়াও সোশাল মিডিয়ায় পোস্ট করা মেয়েটির ভিডিয়ো মুছে ফেলার ব্যবস্থা করেছে সালেম সাইবার ক্রাইম পুলিশ ।

অভিযোগ, কয়েকদিন আগে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই কিশোর নাবালিকাকে হুমকি দেয় এবং শ্লীলতাহানি করে ৷ আতঙ্কিত হয়ে মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ তখন নাবালকরা মেয়েটিকে ধাওয়া করে একটি মিনি টেম্পোতে তুলে নিয়ে যায় । এরপর দুই কিশোর নাবালিকাকে গণধর্ষণ করে এবং ফোনে ঘটনার ভিডিয়ো করে ৷ এরপর সেই ভিডিয়ো কিশোরেরা তাদের দুই বন্ধুকে পাঠায় ৷ তারপর তাদেরও ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে দুই কিশোর এবং পরে ওই চারজন মিলেই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । এখানেই তারা ক্ষান্ত হয় না, মোবাইলে রেকর্ড করা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করে চার কিশোর ।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মেয়েটি কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ নাবালিকা বাড়ি গিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা বাবা-মাকে জানায় । এরপরেই নাবালিকার অভিভাবকরা দেবাদিপ্ট্টি থানায় অভিযোগ দায়ের করেন । সেই অনুযায়ী পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে । পুলিশ প্রথমে তদন্তে নেমে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে ৷ পরে পলাতক আরও দুই নাবালককে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সালেমে ৷

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডে দুই নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার কয়েকজন নাবালক-সহ 11
  2. নাবালিকা ধর্ষণে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
  3. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ

সালেম(তামিলনাড়ু), 27 ফেব্রুয়ারি: 16 বছর বয়সি নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে সোশাল মিডিয়ায় ভিডিয়ো পোস্টের অভিযোগ ৷ তামিলনাডুর সালেমের ঘটনা ৷ পুলিশের হাতে গ্রেফতার অভিযুক্ত চার নাবালক ৷ চার কিশোরকেই আদালতে তোলা হয় ৷ আদালতে তাদের সরকারি হোমে পাঠিয়েছে । এছাড়াও সোশাল মিডিয়ায় পোস্ট করা মেয়েটির ভিডিয়ো মুছে ফেলার ব্যবস্থা করেছে সালেম সাইবার ক্রাইম পুলিশ ।

অভিযোগ, কয়েকদিন আগে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই কিশোর নাবালিকাকে হুমকি দেয় এবং শ্লীলতাহানি করে ৷ আতঙ্কিত হয়ে মেয়েটি সেখান থেকে পালানোর চেষ্টা করে ৷ তখন নাবালকরা মেয়েটিকে ধাওয়া করে একটি মিনি টেম্পোতে তুলে নিয়ে যায় । এরপর দুই কিশোর নাবালিকাকে গণধর্ষণ করে এবং ফোনে ঘটনার ভিডিয়ো করে ৷ এরপর সেই ভিডিয়ো কিশোরেরা তাদের দুই বন্ধুকে পাঠায় ৷ তারপর তাদেরও ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে দুই কিশোর এবং পরে ওই চারজন মিলেই নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ । এখানেই তারা ক্ষান্ত হয় না, মোবাইলে রেকর্ড করা ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্টও করে চার কিশোর ।

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মেয়েটি কোনওক্রমে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ৷ নাবালিকা বাড়ি গিয়ে তার সঙ্গে ঘটে যাওয়া নির্যাতনের কথা বাবা-মাকে জানায় । এরপরেই নাবালিকার অভিভাবকরা দেবাদিপ্ট্টি থানায় অভিযোগ দায়ের করেন । সেই অনুযায়ী পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে । পুলিশ প্রথমে তদন্তে নেমে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করে ৷ পরে পলাতক আরও দুই নাবালককে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সালেমে ৷

আরও পড়ুন:

  1. ঝাড়খণ্ডে দুই নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার কয়েকজন নাবালক-সহ 11
  2. নাবালিকা ধর্ষণে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
  3. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.