Bengal Civic Polls 2022 : মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকে নির্দলদের বহিষ্কারের হুঁশিয়ারি শীর্ষনেতৃত্বের - WB Civic Polls 2022

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 18, 2022, 8:09 PM IST

Updated : Feb 3, 2023, 8:17 PM IST

দলের বিক্ষুদ্ধ প্রার্থীদের বিরুদ্ধে এ বার কঠোর পদক্ষেপ নিতে চলেছে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস ৷ 48 ঘণ্টার মধ্যে প্রার্থীপদ থেকে সরে না দাঁড়ালে বহিষ্কারের হুঁশিয়ারি শীর্ষ নেতৃত্বের (TMC Top Leadership Order All Independent Candidates to Withdraw Their Nomination) ৷ বৃহস্পতিবার মধ্যমগ্রামে তৃণমূলের কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বললেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ৷ তিনি বলেন, ‘‘তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে, দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যে সমস্ত বিক্ষুব্ধ প্রার্থীরা পৌরভোটে (Bengal Civic Polls 2022) প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁদের 48 ঘণ্টার মধ্যে প্রার্থীপদ প্রত‍্যাহার করতে হবে ৷ যেহেতু আগেই মনোনয়ন প্রত‍্যাহারের দিন পেরিয়ে গিয়েছে ৷ সেহেতু বিক্ষুব্ধরা লিফলেট দিয়ে প্রার্থীপদ থেকে সরে আসবেন ৷’’ 48 ঘণ্টার মধ্যে প্রার্থীপদ থেকে সরে না দাঁড়ালে বিক্ষুব্ধদের দল থেকে বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কাকলি ৷
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.