BJP Bengal Strike : শ্যামনগরে বিজেপির রেল অবরোধে পুলিশের সামনে তৃণমূলের হামলা - BJP Bengal Strike
🎬 Watch Now: Feature Video
শ্যামনগর স্টেশনের 23 নম্বর রেলগেট অবরোধ করেছিলেন বিজেপির কর্মী-সমর্থকরা। ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ (BJP Bengal Strike)। পুলিশ ও অবরোধকারীদের মধ্যে কথোপকথনের মধ্যেই হঠাৎ করে 5-6 জন তৃণমূলের লোকজন চড়াও হয় বিজেপির কর্মীদের উপর বলে অভিযোগ। বিজেপির দলীয় পতাকা কেড়ে নিয়ে বিজেপি কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। পরে আরও পুলিশ এসে দু'পক্ষকে সরিয়ে দেয়। প্রশ্ন উঠছে পুলিশ ঘটনাস্থলে থেকেও তাদের সামনে তৃণমূল হামলা চালায় কি করে? বিজেপির সাংসদ অর্জুন সিং বলেন, "এটাই প্রমাণ যে পুলিশ তৃণমূলকে ডেকে এনে বিজেপির উপর আক্রমণ করাচ্ছে। রেলের জায়গায় আন্দোলন চলছে, সেখানে পুলিশের সামনে তৃণমূলের লোকেরা পতাকা কেড়ে বিজেপির কর্মী-সমর্থকদের মারছে। এরাজ্যে কোনও আইনের শাসন নেই।"
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST
TAGGED:
BJP Bengal Strike