Anubrata Mandal: আমি মহাদেবের ভক্ত, সিবিআই আমাকে ফলস ডাকছে; অনুব্রত - will attend the 21st july meeting says anubrata mandal
🎬 Watch Now: Feature Video
বোলপুরে দলীয় কার্যালয়ে বসে একুশে জুলাইয়ের সভায় উপস্থিত থাকার কথা বললেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(will attend the 21st july meeting says anubrata mandal)। দীর্ঘদিন পর মঙ্গলবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। একুশে জুলাই শহিদ স্মরণসভার প্রস্তুতি নিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ এদিন তিনি বলেন, "পুজোর পর থেকে জেলার প্রতিটি ব্লকে সভা করব পঞ্চায়েত ভোটের জন্য । আমি চুরিও করিনি, ডাকাতিও করিনি ৷ আমি মহাদেবর ভক্ত ৷ ওরা (সিবিআই) যেটা বলে ডাকছে, ফলস ডাকছে ।"