Presidential Election 2022: দ্রৌপদীকে ভোট দিতে আদিবাসী পোশাক ও উত্তরীয় পরে বিধানসভায় বিজেপি বিধায়করা
🎬 Watch Now: Feature Video
আজ রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ তার আগে রাজ্য বিজেপির তরফে তাদের বিধায়কদের নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে রাখা হয়েছিল ৷ এ দিন সকালে সেই হোটেল থেকে বাসে করে বিধায়কদের বিধানসভায় নিয়ে যাওয়া হল (West Bengal BJP MLAs Left for Assembly to Participate in Presidential Election 2022 from Newtown Hotel) ৷ যেখানে বিধায়করা নিজেদের ভোটদান করবেন ৷ এ দিন বিজেপির বিধায়কদের আদিবাসী উত্তরীয় পরিয়ে বিধানসভায় নিয়ে যাওয়া হয় ৷ এমনকী আদিবাসী সম্প্রদায়ের বিধায়করা তাঁদের আঞ্চলিক পোশাকে এ দিন বিধানসভায় যান ৷ বিজেপির মোট 68 জন বিধায়ককে বাসে করে বিধানসভায় নিয়ে যাওয়া হয়েছে ৷ হোটেল থেকে বেরিয়ে খোশমেজাজে দেখা গেল বিজেপি বিধায়কদের ৷ বিশেষ করে অসীম সরকারকে ৷ রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে রসিকতা এবং গানের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন তিনি ৷ জানালেন, বিজেপিতে মানুষকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয় ৷
Last Updated : Jul 18, 2022, 11:33 AM IST