ভাটপাড়ায় বজরংবলী মন্দিরে কেন্দ্রীয় মন্ত্রী - পুজো দিলেন নিত্যানন্দ রাই
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10867104-thumbnail-3x2-wb-pic.jpg)
কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই আজ পুজো দিলেন বজরংবলী মন্দিরে । মন্দিরটি ভাটপাড়ার কাঁকিনাড়ার মাদরালে অবস্থিত । পুজো দিয়ে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "রাজ্যের মানুষ আতঙ্কে রয়েছে । এই পরিস্থিতিতে একমাত্র আস্থা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । নরেন্দ্র মোদির উপর আস্থা রেখে এরাজ্যে পরিবর্তন করার লক্ষ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের বিদায় হবে । বিজেপি সরকার এরাজ্যে আসছে ।"