বদল হবে, বদলাও হবে ; অনুব্রতকে জবাব ধ্রুবর - বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা
🎬 Watch Now: Feature Video
"বদল হবে, বদলাও হবে" অনুব্রত মণ্ডলকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা । বোলপুরে বিজেপির দলীয় কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি । সেখানেই তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করে বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "অনুব্রত মণ্ডল নাকি তারাপীঠের সভায় লোক দেখতে পাননি । ওনার চোখের ট্রিটমেন্ট করানো প্রয়োজন ।" তিনি আরও বলেন, "এবার বিজেপি ক্ষমতায় এলে বদল হবে, বদলাও হবে। যেসব পুলিশ অফিসাররা বিজেপি কর্মীদের মিথ্যা কেস দিচ্ছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে।"