হিমাচলপ্রদেশে হড়পা বানে ভাঙল ব্রিজ - ভেসে গেল ব্রিজ
🎬 Watch Now: Feature Video
হিমাচলপ্রদেশে ভারী বৃষ্টি ৷ আর তা থেকেই আসে হড়পা বান ৷ জলের তোড়ে আকপা রোডের উপর একটি ব্রিজ ভেঙে পড়ে ৷ স্কিব্বা গ্রামের সঙ্গে সংযোগ রাখা রাস্তার বেশ খানিকটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ পুহ ও কাজ়ার দিকে যাওয়া সমস্ত ভারী যানবাহন আটকে দেওয়া হয়েছে ৷ ব্রিজের পাশাপাশি তিন মিটার লম্বা রাস্তাও জলে ধুয়ে গেছে ৷ তবে এখনও প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি ৷