Asansol By Poll Result : আসানসোলে ফুটবে কোন ফুল ? শুরু হল ভোট গণনা
🎬 Watch Now: Feature Video
আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হয়েছে আসানসোল লোকসভা উপনির্বাচনের (Vote counting of asansol by poll begins) ভোট গণনা ৷ 17 লক্ষ 36 হাজার 475 জন ভোটারের এই কেন্দ্রে গত মঙ্গলবার ভোট পড়েছে 66 শতাংশের সামান্য বেশি । শুরুতে গোনা হবে পোস্টাল ব্যালট । তারপর 7টি বিধানসভার আলাদা আলাদা গণনা হবে । প্রতিটি বিধানসভার গণনার জন্য আলাদা-আলাদা কক্ষ করা হয়েছে ৷ 14 থেকে 18 রাউন্ডে গণনা শেষ হবে । আসানসোল কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা 8 জনের হলেও নজর তৃণমূলের শত্রুঘ্ন সিনহা ও বিজেপির অগ্নিমিত্রা পলের দিকে ৷ কি হবে ফলাফল ? আর কিছুক্ষণ বাদেই মিলবে আঁচ ৷