Vishwakarma Puja 2022: জাতি-ধর্ম নির্বিশেষে পুজোয় সামিল টোটোচালক থেকে শ্রমিকরা - বিশ্বকর্মা পুজো
🎬 Watch Now: Feature Video
বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja) সামিল টোটোচালক থেকে শ্রমিকরা। কান্দি টোটো ইউনিয়নের পক্ষ থেকে শনিবার বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় (Vishwakarma Puja Celebration in Kandi)। প্রায় 900 জন মেম্বার রয়েছেন এই ইউনিয়নে। বিগত 8 বছর ধরে ওনারা এই পুজো করছেন। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষরা ঐক্যতা রেখে এই পুজো করে চলেছেন। এই ইউনিয়নের সেক্রেটারি মিরাজ সেখ জানান, এখানে কোনও জাতি ভেদাভেদ মেনে পুজো হয় না ৷ সকলে একজোট হয়ে নিজেরা উদ্যোগ নিয়ে পুজো করে থাকেন। সখ্যতা বজায় রেখে হিন্দু মুসলিম ভেদাভেদহীন হয়ে বিশ্বকর্মা পুজো করে এনারা সকলেই নজির গড়লেন।