Viral Video : ডুয়ার্সের 'ক্ষ্যাপা' নদীতে সলিলসমাধি মা ও মেয়ের, ভিডিয়ো ভাইরাল - হড়পা বানে মৃত মা ও মেয়ে
🎬 Watch Now: Feature Video
রবিবার জলপাইগুড়ির নাগরাকাটার গাঠিয়া পাহাড়ি নদীতে হড়পা বানে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মা ও মেয়ের । নদীতে নেমে তলিয়ে গিয়েছেন গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরির ম্যানেজারের স্ত্রী ও কন্যা । পাহাড়ি নদীর হড়পা বানে ভেসে যেতে যেতে রক্ষা পেয়েছেন আরও কয়েকজন । দুর্ঘটনার মুহূর্তে ভিডিও ভাইরাল হয়েছে । নাগরাকাটা পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ক্যামেলিয়া বিশ্বাস (38) ও রজনীয়া বিশ্বাস (13)। মৃতরা গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরির সিনিয়ার ম্যানেজার রূপক বিশ্বাসের স্ত্রী ও কন্যা । গতকাল রূপকবাবুর গাঠিয়ার বাড়িতে কলকাতা ও শিলিগুড়ি বেড়াতে আসা আত্মীয়রা গাঠিয়া নদীতে স্নান করতে নামেন ৷ তবে ভুটান থেকে নেমে আসা গাঠিয়া নদীতে ‘‘ক্ষ্যাপা নদী’’ হিসেবেই এলাকায় পরিচিত । মাঝে মাঝে হড়পা বান আসে নদীতে । রবিবারও সেই ঘটনা ঘটে ৷ সেইসময় আট জন জলের তোড়ে ভেসে গেলেও ছয় জন কোনওরকমে রক্ষা পান । পরে দু’জনের দেহ উদ্ধার হয় গাঠিয়া সড়ক সেতুর নীচে ছাড়টন্ডু বস্তি এলাকা থেকে (viral video of a family getting washed away during flash flood in jalpaiguri)৷