Bridge Issue : দীর্ঘদিন সংস্কার হয়নি, জীর্ণ কাঠের সেতু দিয়ে ঝুঁকির পারাপার - ভোলাগীরি কাঠের ব্রিজ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 22, 2022, 3:42 PM IST

দক্ষিণ 24 পরগনা এলাকার পাথরপ্রতিমার দুটি গ্রাম লক্ষ্মী জনার্দনপুর ও হেরম্ব গোপালপুর ৷ এই দুই গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে ভোলাগীরি কাঠের সেতু ৷ প্রায় দু’বছর ধরে জরাজীর্ণ অবস্থা সেতুটির ৷ এর সংস্কারের জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনওরকম সুরাহা হয়নি । সবচেয়ে সমস্য়া হয় রোগী ও গর্ভবতী রোগীকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ৷ গ্রামবাসীদের আশঙ্কা বর্ষার সময় যেকোনওদিন ভেঙে পড়তে পারে সেতুটি ৷ তখন দুটি গ্রামের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সমস্যায় পড়বেন এলাকাবাসী (Bridge Issue)।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.