Villagers Agitation: পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের - Villagers Agitation
🎬 Watch Now: Feature Video
পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা (Villagers Agitation)। ঘটনা আরামবাগের আরান্ডি 2 নম্বর পঞ্চায়েত পুড়া হাটতলা এলাকার । পানীয় জলের দাবিতে প্ল্যাকার্ড হাতে, রাস্তায় জলের বালতি রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা । ঘটনার জেরে, দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে কাবলে তিলকচক রাস্তা । বিক্ষোভকারীদের দাবি, প্রায় 6 মাস ধরে পিএইচইর পানীয় জল পাচ্ছেন না তাঁরা । বিষয়টি নিয়ে স্থানীয় শাসকদলের নেতা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্নস্তরে জানালেও কোনও কাজের কাজ হয়নি । তাই অবিলম্বে পানীয় জল দিতে হবে এই দাবিতে পথে নামেন গ্রামবাসীরা । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ।
TAGGED:
Villagers Agitation