Road Accident in Howrah: হাওড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে প্রিজন ভ্যান, ঘটনায় আহত 2 স্কুল পড়ুয়া - হাওড়ায় পথ দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
হাওড়ার গোলাবাড়ির এইআরটি ব্রিজের কাছে একটি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ল প্রিজন ভ্যান (Road Accident in Howrah) ৷ সেখানে 2 স্কুল পড়ুয়াকে ধাক্কা মারে প্রিজন ভ্যান (Two School Students Get Injured) ৷ তবে, গুরুতর কোনও ঘটনা ঘটেনি ৷ তারা স্কুল থেকে ফুটপাত ধরে হেঁটে বাড়ি ফিরছিল ৷ ঘটনায় দুই ছাত্রছাত্রী আহত হয়েছে ৷ পুলশি সূত্রে খবর, প্রিজন ভ্যানটি অশোকা হোটেলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মেরে ফুটপাতে উঠে পড়ে ৷ সেই সময় ফুটপাত দিয়ে যাওয়া ওই 2 পড়ুয়াকে ধাক্কা মারে প্রিজন ভ্যান ৷ ছাত্রীর পায়ে বেশি চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে ৷