দু'নম্বর জাতীয় সড়কে দু'টি ট্রাকের সংঘর্ষ, মৃত ১ - আসানসোল দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
জামুড়িয়ার দু' জাতীয় সড়ক লালবাংলা মোড়ে পরপর দুটি ট্রাকের সংঘর্ষ । দুর্ঘটনা জেরে মৃত ট্রাকচালক । গুরুতর আহত ৩ জন । যদিও মৃত ট্রাকচালকের পরিচয় জানা যায়নি । খবর পেয়ে ঘটনাস্থানে জামুরিয়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ট্রাক দুটিকে দু'নম্বর জাতীয় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় । দুর্ঘটনা জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক ।