কোচবিহার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে নেই তৃণমূল সভাপতি, শুরু গুঞ্জন - রাসমেলার মাঠে শুরু হলো কোচবিহার জেলা বইমেলা
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10029036-21-10029036-1609088799827.jpg)
রাসমেলার মাঠে শুরু হল কোচবিহার জেলা বইমেলা । প্রদীপ জ্বালিয়ে এই বইমেলার সূচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনগ্রসর কল্যাণ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, জেলাশাসক পবন কাদিয়ান, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং সহ অন্যরা । তবে এদিনের অনুষ্ঠানে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় আসেননি ৷ যা নিয়ে শুরু হয় গুঞ্জন ।