TMC Workers From Dinhata : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালিয়ে কালীঘাটের উদ্দেশ্য় রওনা দুই তৃণমূল কর্মীর - সাইকেল চালিয়ে কালীঘাটের উদ্দেশ্য় রওনা দুই তৃণমূল কর্মীর
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15488793-thumbnail-3x2-cyclechb.jpg)
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোচবিহারের দিনহাটা থেকে সাইকেল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালিঘাটের উদ্দেশ্যে রওনা দিলেন দিনহাটা শহরের দুই তৃণমূল কর্মী। সোমবার সকালে তারা দিনহাটা থেকে সাইকেল নিয়ে রওনা দেন। শহরের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা বণিক ও দিনহাটা ভিলেজ-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পার্থ কর্মকার এদিন সকালে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের বাড়ি থেকে রওনা দিয়েছেন । এই প্রসঙ্গেই তিনি জানান, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমজনতা দিশেহারা ৷ তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন ৷ সাধারণ মানুষের সুবিধার্থে মুখ্যমন্ত্রী যাতে এবিষয়ে উদ্যোগ নিয়ে কিছু করেন (TMC Workers From Dinhata)।