দিল্লি হিংসার প্রতিবাদে কলকাতায় মোমবাতি মিছিল মহিলা তৃণমূল কংগ্রেসের - মোমবাতি হাতে শান্তি মিছিল
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6227860-thumbnail-3x2-kol.jpg)
দিল্লি হিংসার প্রতিবাদে আজ কলকাতায় মোমবাতি মিছিল করল মহিলা তৃণমূল কংগ্রেস । বিকেলে হাজরা মোড় থেকে গান্ধি মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করে তারা । নেতৃত্বে ছিলেন সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য । শান্তির বার্তা দিতেই আজ তাঁরা এই মিছিল করেন বলে জানিয়েছেন তিনি ।