Tapas Roy: 'আইন মেনে চলুন, নইলে ক্লোজ হবেন আপনারাই', পুলিশকে পরামর্শ তাপস রায়ের - তৃণমূল বিধায়ক তাপস রায়
🎬 Watch Now: Feature Video
"দুষ্কৃতী দুষ্কৃতীই ৷ তারা হিন্দু বা মুসলমান নয় ৷ তৃণমূল হোক বা না হোক ৷ দুষ্কৃতীদের বিরুদ্ধে আপনারা কড়া পদক্ষেপ করুন ৷ আইন মেনে চলুন ৷" রবিবার বরানগরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় (TMC MLA Tapas Roy advices to police) ৷ এদিন তিনি আরও বলেন, "অশান্তি করি আমরা, পুলিশের যে দোষ ত্রুটি নেই তা নয় ৷ কিন্তু দেখুন দু'জন সিপি চলে গেলেন অজয় ঠাকুর ও সুপ্রতিম সরকার । আমি এই জন্য পুলিশকে বলছি, ক্লোজ় হবেন আপনারা, ট্রান্সফার হবেন আপনারা । আপনারা আইন অনুযায়ী চলবেন । কারও কথায় চলবেন না । আমি পুলিশের কোনও কাজে বাধা দিই না, দেবও না ৷"