TMC Agitation: মাটির উনুনে জল দিয়ে রান্না ! মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে তৃণমূল - শিলিগুড়ির খবর
🎬 Watch Now: Feature Video
গ্য়াসের দাম বাড়ছে ৷ মহার্ঘ্য ভোজ্য তেলও ৷ তাই আর গ্য়াস ওভেনে রান্না করা সম্ভব নয় ৷ শিখতে হবে মাটির উনুনে কাঠ জ্বালিয়ে রান্না করার পদ্ধতি ! ঝাল, ঝোল, চচ্চড়ি ভুলে রাঁধতে হবে সিদ্ধ তরকারি ! এমনটাই মনে করছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রান্নার গ্যাস এবং ভোজ্য তেলের দামবৃদ্ধির প্রতিবাদে তাই পথে নেমে রাঁধলেন দলের মহিলা সদস্যরা (TMC Agitation) ৷ শুক্রবার শিলিগুড়ির (Siliguri) হাসমি চকে অভিনব প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছিল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস ৷ রাস্তাতেই মাটির উনুন জ্বালিয়ে শুধুমাত্র জল দিয়ে রান্না করলেন দলের সদস্যরা ৷ উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷