Sujan Chakraborty: গড ফাদারের মতো সব ক্রাইম করতে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী, মন্তব্য সুজনের - Sujan Chakraborty Comment Regarding Recovery of Money from Arpita Mukherjee Flat
🎬 Watch Now: Feature Video
ফের বিপুল টাকা উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৷ সেই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty Comment Regarding Recovery of Money from Arpita Mukherjee Flat) । তাঁর অভিযোগ, গড ফাদারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম ক্রাইম করতে সাহায্য করেছেন । দ্বায়িত্ব নিয়ে বাংলার সর্বনাশ করেছেন তিনি। ভিডিয়ো বার্তায় বুধবার রাতে সুজন চক্রবর্তী বলেন, "সর্বনাশা কাণ্ড পার্থবাবুর বান্ধবীর এক বাড়ি থেকে 22 কোটি, আরেক বাড়ি থেকে 20 কোটি টাকা উদ্ধার হয়েছে । এখনও গোনার কাজ চলছে । মুখ্যমন্ত্রী জানতেন না ! এটা সামাজিকদূষণ, অপরাধ । মুখ্যমন্ত্রী আপনার পুলিশ, গোয়েন্দা বিভাগ কী করছিল । আপনি গডফাদারের মতো সমস্ত রকম ক্রাইম করতে দিলেন। এর দায় আপনার । সাধারণ গরিব মানুষগুলো আপনাকে বিশ্বাস করেছিল । সেই বিশ্বাসের সুযোগ নিয়ে আপনি একটার পর একটা ক্রাইম, দুর্নীতি করতে সাহায্য করেছেন । কী জবাব দেবেন তাদের । এটা মেনে নেওয়া যায় না । বাংলার মানুষ এর থেকে নিষ্কৃতি চায় ।"