Puja Parikrama : ঠাকুরপুকুর ক্লাবের গ্রাম্য ছিমছাম দুর্গাপুজো দেখতে উৎসাহী কলকাতার দর্শনার্থী - পুজো পরিক্রমা
🎬 Watch Now: Feature Video
প্রত্যন্ত গ্রামে খড়ের ছাউনিতে চারদেওয়ালের মধ্যে জাঁকজমকহীন পুজোমণ্ডপ ৷ ঘরের দেওয়ালে ছড়িয়ে ছিটিয়ে টাঙানো রয়েছে একাধিক ক্যালেন্ডার ৷ দাওয়ায় কোথাও হ্যারিকেন জ্বালিয়ে শিশু কোলে নিয়ে মা বসে আছেন সন্ধেবেলা ৷ এরকমই গ্রাম্য পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে ঠাকুরপুকুর ক্লাবের পুজোমণ্ডপে ৷ আর তা দেখতে ভিড় জমিয়েছেন শহুরে নাগরিকেরা ৷