TET Candidates Agitation: দ্রুত স্বচ্ছ নিয়োগের দাবিতে চুঁচুড়ায় বিক্ষোভে 4 জেলার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা - হুগলিতে টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরি প্রার্থীদের বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
2014 সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ট্রেন্ড নট-ইনক্লুডেড প্রার্থীরা দ্রুত ও স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল করলেন হুগলির চুঁচুড়ায়(TET passed candidate of 4 districts staged a protest demanding quick and clear recruitment)। পোড়া রুটি নিয়ে বৃহস্পতিবার সকালে হুগলি,দুই বর্ধমান ও বীরভূম জেলার টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মিছিল করেন(TET Candidates Agitation)৷ চুঁচুড়ার ময়ূরপঙ্খীঘাট থেকে মিছিল শুরু করে পিপুলপাতি হয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে পৌঁছে বিক্ষোভ দেখান তাঁরা । চাকরিপ্রার্থীদের অভিযোগ, দুর্নীতির কারণেই আমরা বঞ্চিত ৷ আর সে যন্ত্রণার কথা মানুষকে জানাতেই হাতে তৈরি রুটিতে দাবি লিখে বিক্ষোভ জানায় । বিক্ষোভের পর চাকরিপ্রার্থীরা ডেপুটেশন দেন ।
TAGGED:
TET Candidates Agitation