IND vs PAK : ভারত-পাক মহারণে মাতোয়ারা ক্রিকেটবিশ্ব - Pakistan
🎬 Watch Now: Feature Video
22 গজে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই শুধু ব্যাটে-বলের লড়াই নয় ৷ প্রতিটি ভারতীয়র কাছে মর্যাদার লড়াই ৷ সব কাজ ফেলে টিভির সামনে বসে দেশের 11 জন যোদ্ধার হয়ে গলা ফাটানো ৷ টেনশনে হাত কামড়ানোর জোগাড় ৷ তাই সারা অঙ্গে তেরঙ্গা এঁকে তৈরি ক্রিকেট ভক্তরা ৷ দেশের বিভিন্ন জায়গায় ভারতের জয় কামনা করে চলছে হোম যজ্ঞ ৷ ছুটির দিনে সন্ধ্যায় ক্রিকেট মহাযজ্ঞে ঝাঁপ দেবেন আপামর ক্রিকেট ভক্তরা ৷ এখন অপেক্ষা শুধু দুটি দলের মাঠে নামার ৷
Last Updated : Oct 24, 2021, 2:38 PM IST