"তৃণমূল খাটে উঠে গেছে" - ঝাড়গ্রামে সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ
🎬 Watch Now: Feature Video
জঙ্গলমহলের ঝাড়গ্রামে সভা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষ ৷ সেই সভা থেকে ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু ৷ মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, ‘‘এখন মাননীয়া ‘জয় শ্রী রাম’ শুনলে রেগে যাচ্ছেন, আর ভাইপো ‘তোলাবাজ’ শুনলে । ভাইপো আবার বলছে, ইঞ্চিতে ইঞ্চিতে দেখে নেবে । বাংলার মানুষ দেখে নেবে কয়লা, বালি, মোরাম চোরদের । এখন আবার কোরোনার ভ্যাকসিন চুরি করতে শুরু করেছে । তৃণমূল আবার বিজেপির স্লোগান চুরি করতে শুরু করেছে । তৃণমূল খাটে উঠে গেছে ৷ হরিবোল হরিবোল ছাড়া আর কোনও শব্দ ওদের সমর্থক নয়৷ ’’ জঙ্গলমহল থেকে তৃণমূলকে একটিও ভোট না দেওয়ার আবেদন করেন তিনি ।