Madhyamik Result 2022 : ভবিষ্যতে ডাক্তার হতে চায় মাধ্যমিকের অষ্টম সুরভি - ডাক্তার হতে চায় মাধ্যমিকের 8th স্থানাধিকারী সুরভি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15466631-thumbnail-3x2-prlsurabhi.jpg)
পুরুলিয়ার রঘুনাথপুর গার্লস হাইস্কুলের সুরভি চট্টোপাধ্যায় এই বছর মাধ্যমিকে 686 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে ৷ জেলায় যুগ্মভাবে প্রথম হয়েছে । বড় হয়ে ডাক্তার হতে চায় সুরভি । পাশে দাঁড়াতে চায় দরিদ্র মানুষদের । বাবা গুঞ্জন চট্টোপাধ্যায় মানদা সুন্দরী হাইস্কুলের ইংরাজির শিক্ষক । মা কৃষ্ণা দেবী মেয়ের স্কুলেরই ইংরাজির শিক্ষিকা । এই কৃতি ছাত্রী বাংলায় 98 নম্বর, ইংরাজিতে 97, গণিতে 100, ভৌত বিজ্ঞানে 97, জীবন বিজ্ঞানে 99, ইতিহাস ও ভূগোল দু’টি বিষয়েই 97 নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে । মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা-মা(Madhyamik Result 2022)।
TAGGED:
Madhyamik Result 2022