Suprakash Giri on Eid : খুশির ঈদে সম্প্রীতির বার্তা সুপ্রকাশ গিরির - ঈদে সম্প্রীতির বার্তা সুপ্রকাশ গিরির
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15184871-thumbnail-3x2-eid.jpg)
পবিত্র ঈদে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিলেন কাঁথি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রকাশ গিরি (Suprakash Giri on Eid) ৷ মঙ্গলবার ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,"দেশজুড়ে খুশির ঈদ পালিত হচ্ছে ৷ হিন্দু-মুসলিম উভয়ে মিলে আমরা যেন এভাবেই একসঙ্গে থাকতে পারি ৷ একে অন্যের অনুষ্ঠানে সামিল হয়ে সম্প্রীতি বজায় রাখতে পারি ৷"