Sukanta Majumder on CM : ‘পড়েছি, দেখিনি- এখন সৌভাগ্য হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা সুকান্তের - Sukanta Majumder
🎬 Watch Now: Feature Video
রাজ্যের জেলা বাড়ানো প্রসঙ্গে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Sukanta Majumder Compared Mamata Banerjee With Muhammad bin Tughluq) ৷ আর সেই তুলনা টানলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ৷ এ দিন তারাপীঠ মন্দিরে পুজো দেন সুকান্ত ৷ সেখানেই মমতার রাজ্যে জেলার সংখ্যা বাড়ানোর প্রসঙ্গে কটাক্ষের সুরেই তাঁকে মহম্মদ বিন তুঘলকের সঙ্গে তুলনা করলেন তিনি ৷ তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর এর পিছনে কী উদ্দেশ্য তাঁর জানা নেই ৷ তবে, ইতিহাসে মহম্মদ বিন তুঘলকের কথা পড়েছিলেন ৷ কোনও দিন দেখেননি ৷ এখন দেখার সৌভাগ্য হচ্ছে বলে জানান রাজ্য বিজেপির সভাপতি ৷