Gour Banga University: দ্রুত হস্টেল চালুর দাবিতে আন্দোলনে নামলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের - দ্রুত হস্টেল চালুর দাবিতে উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 20, 2022, 12:06 PM IST

দ্রুত হস্টেল খোলা-সহ একাধিক দাবিতে আন্দোলনে নামলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা (Gour Banga University) ৷ উপাচার্য ড. শান্তি ছেত্রীর ঘরের সামনে বুধবার বিক্ষোভ দেখালেন তাঁরা ৷ পরে ডেপুটেশনও জমা দেওয়া হল ৷ তাঁদের দাবি, দ্রুত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব হস্টেলের ব্যবস্থা করতে হবে ৷ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য । গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 2007 সালে । এখনও পর্যন্ত মোট 23টি বিষয়ের পঠনপাঠন চালু হয়েছে । কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনও হস্টেল নেই । মালদা শহরে ঘর ভাড়া করে হস্টেলের ব্যবস্থা করা হলেও সেখানে দূর থেকে আসা পড়ুয়ারা সবাই সেখানে থাকতে পারেন না বলে দাবি ছাত্রছাত্রীদের । স্বভাবতই অতিরিক্ত খরচ করে অন্যত্র থাকতে হয় তাঁদের ৷ আর তাই হস্টেল চালু-সহ একাধিক দাবিতে শুরু হল আন্দোলন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.