SMP Election Result 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে 'কেল্লাফতে' আদিবাসী তারকাপ্রার্থীর - রুমা রেশমি এক্কা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 30, 2022, 1:25 PM IST

অভিনয় থেকে সমাজ সেবা । তারপর রাজনীতি । আর রাজনীতি থেকেই নির্বাচিত জনপ্রতিনিধি । শুধু জয় নয় । বিশাল ব্যবধানে জয় পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের মানুষের আশা-ভরসা হয়ে উঠলেন তারকা-প্রার্থী রুমা রেশমি এক্কা (Ruma Reshmi Ekka)। গত শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে (Siliguri Mahakuma Parishad Election) দেড় হাজার ভোটে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস (Ruma Reshmi Ekka Well in Siliguri SMP Election)। ওই আসনটি আবার কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত । চা বাগান অধ্যুষিত এলাকার কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বেশ জল্পনা চলছিল দলের অন্দরে । শেষে আদিবাসী অভিনেত্রী রুমা রেশমি এক্কার নাম উঠে আসে । মাত্র দু'বছর হয়েছে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি । চা-বাগান এলাকায় সমাজসেবার একাধিক কাজও করেছেন । শেষে রুমা রেশমি এক্কাকে প্রার্থী করেই বাজিমাত করল শাসকদল । জয়ের ব্যবধান এক লাফে বাড়িয়ে প্রায় পনেরো হাজারের বেশি ভোটে জিতে যান তিনি । তাঁর কথায়, "চ্যালেঞ্জ ছিল । তবে কাজ করতে হবে । আমার অভিনয়, আর আমার কাজ দুটো আলাদা । এ বার উন্নয়ন করতে হবে ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.