Photography Exhibition: শান্তিনিকেতনে স্প্যানিশ শিল্পীর ফটোগ্রাফি প্রদর্শনী 'মুন ব্রাশ' - শান্তিনিকেতনে স্পেনের শিল্পীর প্রদর্শনী
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16035145-thumbnail-3x2-silpi.jpg)
শান্তিনিকেতনের অর্থশীলা আর্ট গ্যালারিতে শনিবার থেকে শুরু হল স্প্যানিশ শিল্পীর ফটোগ্রাফি প্রদর্শনী 'মুন ব্রাশ'(Spanish artist photography exhibition at Santiniketan) ক্যামেরার লেন্সকেই ব্রাশ বানিয়ে কীভাবে চাঁদের ফটোগ্রাফি করা যায়, তাই তুলে ধরেন স্প্যানিশ শিল্পী পেপে জলবা(Pepe Zalba)। দীর্ঘদিন ধরে ভারতের শান্তিনিকেতনে থেকে শিল্পচর্চা করছেন তিনি । তাঁর কাছ থেকে জানা গিয়েছে, ক্যামেরাটাকেই ব্রাশ ভেবে চাঁদের ছবি ফুটিয়ে তোলা হয়েছে ৷ মহাকাশ থেকে কক্ষপথ ধরে চললে চাঁদকে যে রূপ দেখাতে পারে, এক্ষেত্রে ফটোগ্রাফিগুলি ঠিক সেই রকম(Photography Exhibition)। বিদেশি শিল্পীর অভিনব এই প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন শিল্পপ্রেমী মানুষজন । 6টি ছবি নিয়ে এই প্রদর্শনী চলবে 31 অগস্ট পর্যন্ত ।