Sourav Das : স্টারডম অনুভবই করি না, তাই হারানোর ভয় নেই: সৌরভ - Sourav Das
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15512408-917-15512408-1654763518623.jpg)
17 জুন মুক্তির পথে মনদীপ সাহা পরিচালিত বাংলা ছবি 'ইস্কাবন'। জঙ্গলমহলের প্রেক্ষাপটে ত্রিকোণ প্রেমের গল্পে মাওবাদীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসকে । এছাড়াও রয়েছেন খরাজ মুখোপাধ্যায় এবং দুলাল লাহিড়ির মত বর্ষীয়ান অভিনেতারা ৷ মাওবাদ নিয়ে ছবি অবশ্য় বাংলায় প্রথম নয় এর আগেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত 'তারা' ছবিতে তাঁদের কাহিনি উঠে এসেছে ৷ চরিত্র এবং নানা কথা নিয়ে সৌরভ আড্ডা দিলেন ইটিভি ভারতের সঙ্গে (Sourav Das Shares His Thoughts With ETV Bharat)।
TAGGED:
Sourav Das